WB Govt Job Recruitment: আমাদের রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি দুটি ভিন্ন বিভাগে একাধিক শূন্যপদে নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং খুব শীগ্রই আবেদনের সময় সীমা বন্ধ হতে চলেছে।কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? বেতন কত? শূন্যপদ বা কত? আপনার সমস্ত মনের প্রশ্ন আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
WB Govt Job Recruitment নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম 👇 |
NNH সমিতি ( শিশু সুরক্ষা দপ্তর) এর পক্ষ থেকে এক্ষেত্রে এডুকেটর এবং স্পেশাল এডুকেটর পদে নিয়োগ চলছে। |
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 👇 |
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন করতে হবে সরাসরি ইমেইল এর মাধ্যমে। |
আবেদনের শেষ তারিখ 👇 |
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত Walk – in- ইন্টারভিউ এর তারিখের পূর্বে। |
✍ আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇 |
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে ইমেইল-এর মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা) 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এডুকেটর এবং স্পেশাল এডুকেটর পদের জন্য মোট কতগুলো শূন্যপদ রয়েছে তার কোনো উল্লেখ করা হয়নি। আরো জানতে বিজ্ঞপ্তিটি দেখুন। |
Salary (বেতন) 👇 |
সংশ্লিষ্ট পদ গুলিতে যোগ্য প্রার্থীদের ভিন্ন ভিন্ন বেতন প্রদান করা হবে। ১) এডুকেটর: মাসিক বেতন হিসেবে ১০ হাজার টাকা দেওয়া হবে। ২) স্পেশাল এডুকেটর: মাসিক বেতন হিসেবে ২৩ হাজার ১৭০ টাকা প্রদান করা হবে। |
✍ আরো পড়ুন : কোনরকম অভিজ্ঞতা ছাড়াই স্টেট ব্যাংকে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ শুরু
WB Govt Job Recruitment Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারীর নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৩ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। ১) এডুকেটার : শুধুমাত্র স্নাতক পাস যোগ্যতা সম্পন্ন হলেই আবেদন করা যাবে। ২) স্পেশাল এডুকেটার : স্নাতক পাস সঙ্গে মেন্টাল রিটারডেশন বিষয়ে ডিপ্লোমা পাস সার্টিফিকেট থাকতে হবে। আবেদন করবার পূর্বে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে দেবেন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে আবেদনকারীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে দুটি ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন দিনে। ইন্টারভিউ নেওয়া হবে ৯ সেপ্টেম্বর (স্পেশাল এডুকেটার ) ও ১০ সেপ্টেম্বর ২০২৪ ( এডুকেটর পদে ) তারিখে। |
✍ আরো পড়ুন : আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে নিয়োগ,এখনই আবেদন করুন
WB Govt Job Recruitment Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে আবেদনকারীকে সর্বপ্রথম প্রতিবেদনের নিচে দেওয়া লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটিকে ভালো ভাবে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে অফিসিয়াল ইমেইল আইডি তে।
পরবর্তীতে, ইন্টারভিউ এর দিন আবেদনপত্র সহ অন্যান্য নথি পত্রের জেরক্স ও অরিজিনাল কপি নিয়ে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
অফিসিয়াল ইমেইল আইডি ✉️ : nahsamity@gmail.com
ইন্টারভিউ এর স্থান : Office of the Children home for CWSN Boys. Nakashipara Nirmal Hriday Samity Vill- Galaidari para, P.O- Badbillwa gram, P.S-Nakashipara, Dist-Nadia. Pin-741126.
আরো বিস্তারিত জানতে ফোন করুন :- 8250058006 / 8972622509.
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাসে রেলে টিকিট সেলার পদে নিয়োগ চলছে,আবেদন ইতিমধ্যে শুরু;
অফিসিয়াল লিংক 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
- এই প্রকল্পে সরকার দিচ্ছে বছরে ৮,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে – Medhashree Scholarship
- ইউনিয়ন ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন – Union Bank LBO Recruitment 2024
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি NNH সমিতি ( শিশু সুরক্ষা দপ্তর) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ।