WBHRB Recruitment 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নিয়োগে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এ ক্ষেত্রে যে পদে নিয়োগ করা হবে , উল্লেখিত পদটিতে আবেদন করতে উচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং পূর্বকর্ম অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু।আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ,আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
WBHRB Recruitment 2024 : নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম 👇 |
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের (WBHRB) পক্ষ থেকে এ ক্ষেত্রে প্রিন্সিপাল পদে নিযুক্ত করা হবে। |
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 👇 |
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ২১ আগস্ট ২০২৪ তারিখ থেকে। আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করুন। |
আবেদনের শেষ তারিখ 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদন আগ্রহী প্রার্থীদের আগামী ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বিকাল ৪ টের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। |
✍ আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇 |
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা) 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এক্ষেত্রে প্রিন্সিপাল সুপারেনটেনডেন্ট পদে মোট একজনকে নিযুক্ত করা হবে। |
Salary (বেতন) 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদনকারী যোগ্য প্রার্থীদের লেভেল ২১ অনুসারে মাসিক ১,২৩,১০০/- টাকা থেকে ১,৯১,৮০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। |
✍ আরো পড়ুন : কোনরকম অভিজ্ঞতা ছাড়াই স্টেট ব্যাংকে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ শুরু
WBHRB Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারীর ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৫৫ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ অথবা মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
প্রিন্সিপাল পদে আবেদন করতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের জন্য একাধিক যোগ্যতার উল্লেখ করা হয়েছে : UGC স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে Naturopathy and Yogic Science বিষয়ে ব্যাচেলার ডিগ্রি যোগ্যতা সম্পন্ন হতে হবে। অথবা, Naturopathy (Osmania University) বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা আবশ্যিক। এছাড়াও বিজ্ঞপ্তিতে কিছু অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন। |
Selection Process ( নিয়োগ প্রক্রিয়া )👇 |
প্রিন্সিপাল পদে যোগ্য প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন। |
✍ আরো পড়ুন : আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে নিয়োগ,এখনই আবেদন করুন
WBHRB Recruitment 2024 : Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য WBHRB এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এবং সবশেষে আবেদন পত্র সঠিকভাবে চেক করে আবেদন সম্পন্ন করতে হবে।
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাসে রেলে টিকিট সেলার পদে নিয়োগ চলছে,আবেদন ইতিমধ্যে শুরু;
অফিসিয়াল লিংক 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
- এই প্রকল্পে সরকার দিচ্ছে বছরে ৮,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে – Medhashree Scholarship
- ইউনিয়ন ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন – Union Bank LBO Recruitment 2024
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি WBHRB এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ।