8th Pass Central Govt Job: বর্তমান কাজের বাজারে যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে ভালো চাকরির সুযোগ পাওয়া যায় না সেখানে আজকের ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ Aeronautical Development Agency তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে I এক্ষেত্রে বেতন ও দেওয়া হবে ভালো মানের I আজকের প্রতিবেদনে এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ,ন্যূনতম বয়স, আবেদন প্রক্রিয়া শেষ তারিখ ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে I যে সকল চাকরি প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা অবশ্যই আজকে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন I
একনজরে 👀 :
8th Pass Central Govt Job REcruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম: ড্রাইভার |
বিজ্ঞপ্তি নম্বর : ADV-124:2024 |
আবেদনের শুরু তারিখ: ইতিমধ্যে শুরু |
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত |
আরো পড়ুন : ভারতীয় পোস্ট অফিসে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
আরো পড়ুন: মাধ্যমিক পাস যোগ্যতায় ৭৩৩ টি শূন্য পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
8th Pass Central Govt Job Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ)
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): Aeronautical Development Agency |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): অনলাইন |
Job Posting ( কর্মস্থল): ভারত সরকার অধীনস্থ অ্যারোনটিকেল ডেভলপমেন্ট এজেন্সি |
Vacancy (পদ সংখ্যা): এক্ষেত্রে ড্রাইভার পদে দুটি এবং Stenographer এর ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে I |
Salary (বেতন): সরকারি নিয়ম অনুসারে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ভালো মানের বেতন দেওয়া হবে, সঙ্গে থাকবে একগুচ্ছ সুযোগ সুবিধা, বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন. |
8th Pass Central Govt Job Recruitment 2024 REQUIRED ELIGIBILITY( প্রয়োজনীয় তথ্য)
Age Limit(বয়স সীমা): এক্ষেত্রে 01.01.2024 অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে. |
Nationality (জাতীয়তা): ভারতীয় |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): এক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে
অষ্টম শ্রেণী পাস এবং সাথে হালকা এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকা আবশ্যিক |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): এক্ষেত্রে আবেদনকারীদের নিয়োগ করা হবে মূলত দুটি ধাপের মাধ্যমে, প্রথমত লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়ত ইন্টারভিউ. লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরে যা হবে দু’ঘণ্টা। লিখিত পরীক্ষায় পাস করলে পরীক্ষার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। যা হবে ১০ নম্বর.এই দুটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করেই যোগ্য চাকরিপ্রার্থীকে বাছাই করে নেয়া হবে . |
Application Fees (আবেদন মূল্য): বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখুন |
আরো পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
8th Pass Central Govt Job Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে। নিম্নে দেওয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ প্রয়োজনীয় তথ্যগুলি সঠিক ভাবে পূরণ করে তাতে প্রয়োজনের নথিপত্র গুলির স্ক্যান কপি আপলোড করে দেবেন। এক্ষেত্রে প্রার্থীর মোবাইল নম্বরে রেজিস্ট্রেশনের জন্য পাসওয়ার্ড আসবে এই পাসওয়ার্ড দুই বারের বেশি রিসেট করা যাবে না ।অন্যথায় অন্য কোন মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। প্রত্যেকে নিজ নিজ মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া অবধি মোবাইল নম্বর সচল রাখতে হবে কারণ উক্ত মোবাইল নম্বরটি প্রয়োজনে পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য পাঠানো হতে পারে।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি https://www.ada.gov.in/ পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন.
অফিসিয়াল নোটিফিকেশন: CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইট : CLICK HERE