WBSETCL Job Recruitment: সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্য বিদ্যুৎ দপ্তরে একাধিক পদে চাকরির সুযোগ, কোন আবেদন মূল্য নেই

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

WBSETCL Job Recruitment: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL) এর পক্ষ থেকে সম্প্রতি নতুন এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আবেদন প্রক্রিয়া চলবে খুব সীমিত সময়ের জন্য। এক্ষেত্রে অনেকগুলি বিভাগে নিয়োগ করা হবে তবে, প্রতিটি পদের ক্ষেত্রে বেতনের পরিমাণ বেশ ভালো। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে? বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBSETCL Job Recruitment নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম 👇
WBSETCL এর পক্ষ থেকে এক্ষেত্রে যেসকল পদে নিয়োগ করা হবে, পদগুলি হলো :
১) ডিপুটি চিপ সিকিউরিটি অফিসার
২) স্পেশাল অফিসার
৩) সিনিয়র পার্সোনাল সেক্রেটারি
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 👇
আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ৫ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে । আগ্রহী প্রার্থীরা আবেদন করা শুরু করুন।
আবেদনের শেষ তারিখ 👇
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত্রি ১১:৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে ইমেইল এর মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা) 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, মোট শূন্যপদে সংখ্যা ০৯ টি।
১) ডিপুটি চিপ সিকিউরিটি অফিসার —- ০১ টি
২) স্পেশাল অফিসার — ০৫ টি
৩) সিনিয়র পার্সোনাল সেক্রেটারি —- ০৩ টি
Salary (বেতন) 👇
বিভিন্ন পদে যোগ্যতা অনুসারে প্রার্থীদের ভিন্ন ভিন্ন বেতন প্রদান করা হবে।
১) ডিপুটি চিপ সিকিউরিটি অফিসার —- ৫৮,০০০/- টাকা
২) স্পেশাল অফিসার — ৪০,০০০/- থেকে ৫০,০০০/- টাকা মাসে
৩) সিনিয়র পার্সোনাল সেক্রেটারি —- ৩৭,০০০/- টাকা

আরো পড়ুন : কোনরকম অভিজ্ঞতা ছাড়াই স্টেট ব্যাংকে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ শুরু

WBSETCL Job Recruitment প্রয়োজনীয় তথ্য

Age Limit(বয়স সীমা): 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে,
১) ডিপুটি চিপ সিকিউরিটি অফিসার — ০১/০১/২০২৪ অনুসারে সর্বোচ্চ ৬২ বছর
২) স্পেশাল অফিসার —– সর্বোচ্চ ৬২ বছর
৩) সিনিয়র পার্সোনাল সেক্রেটারি —- বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর

এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇
বিভিন্ন পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা ও ভিন্ন

১) ডিপুটি চিপ সিকিউরিটি অফিসার — অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অথবা সমতুল্য কর্মদক্ষতা সম্পন্ন এবং সরকারি অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।

২) স্পেশাল অফিসার —- ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ / SDPO অথবা সমতুল্য কর্মদক্ষতা সম্পন্ন এবং সরকারি অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।

৩) সিনিয়র পার্সোনাল সেক্রেটারি —- অবসরপ্রাপ্ত কর্মী সঙ্গে স্নাতক পাস। এছাড়াও computer Application vis-a-vis Stenography তে দক্ষতা থাকা আবশ্যিক।

এছাড়াও, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরোও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
সংশ্লিষ্ট পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের এক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আরো জানতে বিজ্ঞপ্তি পড়ুন।

আরো পড়ুন : আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে নিয়োগ,এখনই আবেদন করুন

WBSETCL Job Recruitment আবেদন পদ্ধতি

এক্ষেত্রে সরাসরি ইমেইলের মাধ্যমে নিজস্ব বায়োডাটা সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পিডিএফ আকারে সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে অফিসিয়াল ইমেইল আইডিতে ৫ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ এর মধ্যে।

কিভাবে আবেদন করতে হবে তার একটি ফরমেট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেখান থেকে অনুগ্রহ করে দেখে নিতে পারেন।

অফিসিয়াল ইমেইল আইডি : rectt@wbsedcl.in

ইন্টারভিউ এর স্থান : Seminar Hall-I, Vidyut Bhavan, 7th Floor, Block-D, Sector-II, Bidhannagar, Kolkata-700091

ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE
আরো পড়ুন :

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি WBSETCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ।

Leave a Comment