WB Health Recruitment 2024: আমাদের রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর শহরে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা খুবই সীমিত। মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন ইচ্ছুক বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি দারুন সুযোগ। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন?বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারী দের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
WB Health Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম 👇 |
কৃষ্ণনগর শহরের অন্তবর্তী জেলা স্বাস্থ্য দপ্তরে Phlebotomist পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। |
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 👇 |
আগ্রহী প্রার্থীদের এক্ষেত্রে পূর্বে কোনো আবেদনপত্র জমা করতে হবে না।সরাসরি ইন্টারভিউ দিন বিজ্ঞপ্তিতে উল্লেখ ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। |
আবেদনের শেষ তারিখ 👇 |
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ইন্টারভিউ দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সকাল ৯ টা ৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে। |
✍ আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇 |
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা) 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, Phlebotomist পদে মোট ০৩ জন কর্মীকে নিয়োগ করা হবে। |
Salary (বেতন) 👇 |
সংশ্লিষ্ট পদে যোগ্য প্রার্থীদের মাসিক ৫,৫০০/- টাকা করে পারিশ্রমিক হিসেবে প্রদান করা হবে। আরো জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন। |
WB Health Recruitment 2024 প্রয়োজনীয় তথ্য
Age Limit(বয়স সীমা): 👇 |
বিজ্ঞপ্তি অনুসারে,আবেদনের শেষ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাস সঙ্গে ফ্লেবোটমিস্ট ( Phlebotomist ) বিষয়ে পূর্ণ সময়ের ট্রেনিং সার্টিফিকেট থাকা আবশ্যিক। এছাড়াও, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরোও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, Phlebotomist পদে যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আরো জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন। |
WB Health Recruitment 2024 আবেদন পদ্ধতি
অফলাইন মাধ্যম : প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে সঠিক এবং নির্ভুল ভাবে নিজস্ব তথ্য দিয়ে প্রয়োজনীয় স্থানটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে ইন্টারভিউ এর দিন পৌঁছে যেতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়।
ইন্টারভিউর ঠিকানা— Chief Medical Officer of Health, Nadia & Secretary, District Health & Family Welfare Samity, 5, D. L. Roy Road. PO- Krishnagar. District- Nadia, Pin- 741101
ইন্টারভিউর তারিখ— ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সকাল ৯ টা ৩০ মিনিটের মধ্যে উক্ত ঠিকানায় পৌঁছে আগ্রহী প্রার্থীদের নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে। ইন্টারভিউ শুরু হবে ১১ টা থেকে।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
- এই প্রকল্পে সরকার দিচ্ছে বছরে ৮,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে – Medhashree Scholarship
- ইউনিয়ন ব্যাংকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন – Union Bank LBO Recruitment 2024
- মাধ্যমিক পাসে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর শহরে স্বাস্থ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ।