কেন্দ্রীয় সরকারের আধার দপ্তরে কর্মী নিয়োগ, মোটা বেতনের মাইনে, আবেদন শুরু||UIDAI Recruitment 2024 Apply Online

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

UIDAI Recruitment 2024 Apply Online : ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) অর্থাৎ ভারত সরকারের আধার কার্ড দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে |এক্ষেত্রে ভারতবর্ষের যে কোন প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে | এক্ষেত্রে মোটা বেতনের মাইনা দেওয়া হবে,তবে এই পদে আবেদনের ক্ষেত্রে বিশেষ যোগ্যতা প্রয়োজন।আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা ,মাসিক বেতন ,বয়সসীমা ,আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি প্রয়োজনীয় তথ্যের লিংক প্রতিবেদনে নিচে উল্লেখ করা হয়েছে, তাই আবেদনের পূর্বে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UIDAI Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম:এক্ষেত্রে যে সকল পদগুলোতে নিয়োগ করা হবে সেগুলি হল : 1. Assistant Section Officer 2.Assistant Account Officer
আবেদন শুরু তারিখ:২২শে এপ্রিল ২০২৪ তারিখ
বিজ্ঞপ্তি নম্বর :F. No.12013/21/ Deputation / RO Mumbai /20-UIDAI
আবেদনের শেষ তারিখ:আবেদন করতে পারবেন আগামী ২২শে মে, ২০২৪ তারিখ পর্যন্ত
আরো পড়ুন : রাজ্যের বিভিন্ন জেলায় উচ্চ মাধ্যমিক পাশে HDFC ব্যাংকে নিয়োগ,বেতন ১৮৫০০
আরো পড়ুন: অষ্টম শ্রেণী পাশে কো-অপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ,মাসিক বেতন ১৬ হাজার টাকা

UIDAI Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ)

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা):Unique Identification Authority of India (UIDAI), Regional Office, Mumbai.এর তরফে এই নিয়োগ হতে চলেছে |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি):অফলাইন পদ্ধতি মাধ্যমে |
Vacancy (পদ সংখ্যা): এক্ষেত্রে ভিন্ন পদ মিলিয়ে মোট ৩জন প্রার্থীকে নিয়োগ করা হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে ২ জন প্রার্থী নিয়োগ পাবেন এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার পদে ১ জন প্রার্থীকে নিয়োগ করা হবে
Salary (বেতন): এক্ষেত্রে ভিন্ন দুটি পদের ক্ষেত্রে মাসিক বেতনের তালিকা ভিন্ন। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের ক্ষেত্রে মাসিক বেতন ৩৫,৪০০ থেকে ১,১২, ৪০০ টাকার মধ্যে, এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার পদের ক্ষেত্রে প্রতিমাসের পারিশ্রমিক হবে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকার মধ্যে |
UIDAI Recruitment 2024

UIDAI Recruitment 2024 REQUIRED ELIGIBILITY( প্রয়োজনীয় তথ্য)

Age Limit(বয়স সীমা):এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে আবেদনকারীর ন্যূনতম বয়স সীমার কোনরূপ উল্লেখ নেই,তবে এক্ষেত্রে 01.01.2024 অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছরের মধ্যে হওয়া আবশ্যিক |
Nationality (জাতীয়তা):এক্ষেত্রে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ  আমাদের রাজ্যের যেকোন ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা):এই পদগুলিতে আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত ‌যোগ্যতার প্রয়োজন।
তবে এক্ষেত্রে শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরায় আবেদন করতে পারবে এবং সঙ্গে কম্পিউটারের নলেজ থাকা বাধ্যতামূলক |
বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I

আরো পড়ুন : মাধ্যমিক পাস যোগ্যতা ইন্টারভিউ এর মাধ্যমে এয়ারপোর্টে কর্মী নিয়োগ,আবেদন প্রক্রিয়া শুরু

UIDAI Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)

এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ  অফলাইন পদ্ধতির মাধ্যমে | প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারেন অথবা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোডে লিংক থেকে সরাসরি আবেদন পত্রটি ডাউনলোড করে, একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বার করে নিতে হবে |

 এবার আবেদন পত্রটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত তথ্য সমূহ সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে হবে |

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Director (HR), Unique Identification Authority of India (UIDAI), 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Maitrivanam, Ameerpet Hyderabad-500 038, Telangana State.

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি ভারত সরকারের আধার কার্ড দপ্তর (UIDAI) এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন.

অফিসিয়াল ওয়েবসাইট CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশনCLICK HERE

Leave a Comment