WBPSC New Recruitment 2024:রাজ্যে সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি,বেতন ৩২ হাজার

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

WBPSC New Recruitment 2024 :আমাদের রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুন খুশির খবর। পাবলিক সার্ভিস কমিশন এর পক্ষ থেকে বেশ অনেকগুলো শূন্য পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের যে কোনো নাগরিক বিশেষত পশ্চিমবঙ্গের  যেকোনো প্রান্ত থেকে বেকার যুবক-যুবতীরা প্রত্যেকে আবেদন জানাতে পারবেন। তাই যে সকল চাকরি প্রার্থীরা এ ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক আজকের প্রতিবেদনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ | আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা ,মাসিক বেতন, বয়সসীমা সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে |

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC New Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: এক্ষেত্রে যে সকল পদগুলিতে নিয়োগ করা হবে, পদগুলি হল : ১)Fishery Supervisor 
২) Assistant Fisher Officer 
৩) Fishery Extension Officer
৪) Assistant Research Officer
আবেদন শুরুর তারিখ :ইতিমধ্যে (১২ এপ্রিল ২০২৪) আবেদন পদ্ধতি শুরু হয়ে গিয়েছে।
আবেদনের শেষ তারিখ:আগামী ১৩.০৫.২০২৪ দুপুর ৩ টে পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

আরো পড়ুন :

অষ্টম পাস যোগ্যতায় নেভিতে কাজের সুযোগ, আবেদন শুরু

লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ,মাসিক বেতন ১৫০০০

WBPSC New Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ) 👇

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা):পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে নিয়োগ করা হবে।
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি):যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): এক্ষেত্রে বেশ অনেকগুলো শূন্য পদে নিয়োগ করা হবে তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে।
Salary (বেতন): উপরোক্ত পদগুলিতে নিযুক্ত হলে মাসিক বেতন পদ অনুযায়ী আলাদা আলাদা হবে।(ROPA 2019 -এর LEVEL 10 অনুযায়ী কর্মরত প্রার্থীর মাসিক বেতন আনুমানিক ৩২,১০০/-  টাকা পর্যন্ত হতে পারে |
বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন।
WBPSC New Recruitment 2024

WBPSC New Recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা):এক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সের সময়সীমা বিভিন্ন |
১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর সর্বাধিক বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে |
বয়স বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ভালো করে দেখুন
Nationality (জাতীয়তা):এক্ষেত্রে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা):এক্ষেত্রে যেহেতু বেশ অনেকগুলো পদে নিয়োগ করা হবে, এক একটা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একেক রকম রয়েছে।

* বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):এক্ষেত্রে আবেদনকারীদের কোনরূপ লিখিত পরীক্ষা দিতে হবে না|কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই আবেদনের উপর ভিত্তি করে এবং শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে সঠিক এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে |

সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশনটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন।

WBPSC New Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট www.psc.wb.gov.in  ভিজিট করতে হবে এবং তারপরেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্পূর্ণ ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।

 এবং আবেদন চলাকালীন বেশ কিছু জরুরি ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

সবশেষে ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

এক্ষেত্রে পূর্বে যদি কেউ অন্যান্য  সরকারি চাকরির আবেদনের জন্য পাবলিক সার্ভিস  কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে থাকো, এর ক্ষেত্রে সেই আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে আবেদনকারীকে নতুনভাবেই আইডি /পাসওয়ার্ড তৈরি করে লগইন করতে হবে |

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি পাবলিক সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট www.psc.wb.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

2 thoughts on “WBPSC New Recruitment 2024:রাজ্যে সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি,বেতন ৩২ হাজার”

Leave a Comment