Tata Steel New Job Vacancy 2024:আপনি কি টাটা কোম্পানিতে চাকরি করার ইচ্ছা রাখেন ? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর | ভারতবর্ষের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগে এক বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে | যে সকল আবেদনকারীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক আজকের প্রতিবেদনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে | আবেদন পদ্ধতি ,কোন পদে নিয়োগ হচ্ছে ,শূন্য পদের সংখ্যা ,মাসিক বেতন সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে তাই আবেদন করার পূর্বে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন |
একনজরে 👀 :
Tata Steel New Job Vacancy 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | এক্ষেত্রে Tata Steel Ltd. এর পক্ষ থেকে Junior Engineer -1 (TSK D1 Grade)পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। |
আবেদন শুরুর তারিখ : 👉 | আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখ থেকে । |
আবেদনের শেষ তারিখ: 👉 | আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২0 শে মে, ২০২৪ তারিখ পর্যন্ত | |
বিজ্ঞপ্তি নম্বর : 👉 | TAG/46/2024 |
✍ আরো পড়ুন : লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ,মাসিক বেতন ১৫০০০
✍ আরো পড়ুন : ইন্ডিয়া পোস্টে মাধ্যমিক পাশে গ্রুপ সি নিয়োগ, বেতন ১৯,৯০০
Tata Steel New Job Vacancy 2024 JOB DETAILS(চাকরির বিবরণ) 👇
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): 👉 | Tata Steel Ltd. এর পক্ষ থেকে নিয়োগ করা হবে। |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | এক্ষেত্রে Junior Engineer -1 (TSK D1 Grade) পদে মোট কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে কোন উল্লেখ করা হয়নি। তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে। |
Salary (বেতন): 👉 | উপরোক্ত পদটিতে নিযুক্ত হলে যোগ্য চাকরিপ্রার্থীদের মাসিক বেতন ১৭,৫৩০/- টাকা দেওয়া হবে,সঙ্গে যোগ্য চাকরিপ্রার্থীদের অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে | বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন। |
Tata Steel New Job Vacancy 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
উক্ত পদের জন্য আবেদনকারীর আবেদনকারীকে অবশ্যই ১ লা মে ১৯৮৪ সালের পরে এবং ১ লা মে ২০০৬ এ আগে জন্মগ্রহণকারী হতে হবে | বয়স বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ভালো করে দেখুন |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
১) যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লিখিত কোর্সে তিন বছরের Full Time ডিপ্লোমা ডিগ্রী থাকা আবশ্যিক : Electrical/Electronics/Instrumentation/Mechanical/Production/Metallurgical Engineering। ২) আবেদনকারীর অবশ্যই স্টিল প্লান্টে নূন্যতম তিন বছরে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক। * বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
* এক্ষেত্রে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে| প্রথমত, লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়ত ,ইন্টারভিউ টেস্ট এর মাধ্যমে | প্রতিটি ধাপের ক্ষেত্রে আবেদনকারী কে তার যোগ্যতা প্রমাণ করতে হবে পরবর্তী ধাপে SELECTION হবার জন্য | * যোগ্য আবেদনকারীকে অবশ্যই কোম্পানির স্ট্যান্ডার্ড নিয়ম অনুসারে মেডিকেল ফিটনেস এর সার্টিফিকেট প্রদান করতে হবে | বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন |
✍ আরো পড়ুন : সপ্তম পাশে Cochin Shipyard Limited (CSL) এ গ্রুপ ডি পদে নিয়োগ, বেতন ২০২০০
Tata Steel New Job Vacancy 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে |
সর্ব প্রথম টাটা স্টিল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট https://tslhr.tatasteel.co.in/recruit/Default.aspx লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে |
এরপর “Advertisement”অপশনে ক্লিক করতে হবে |
এখন “Application form for vacancies in Tata Steel Kalinganagar 2024 “ অপশানে ক্লিক করলে সেখানে Apply Now অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে |
এখন সমস্ত তথ্য নির্ভুলভাবে সঠিক জায়গায় পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে নিতে হবে|
সবশেষে ফাইনাল সাবমিট করার আগে আবেদনপত্রটি ভালোভাবে পড়ে নিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ :
1. বয়সের প্রমাণ পত্র 2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 3. কাস্ট সার্রিফিকেট (যদি থাকে) 4. পাসপোর্ট সাইজের ছবি 5. সাদা কাগজে নিজস্ব সই 6. আধার বা ভোটার কার্ড 7. টেকনিক্যাল যোগ্যতা 8. অন্যান্য প্রয়োজনীয়
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি টাটা স্টিল কোম্পানি এর অফিসিয়াল পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
1 thought on “Tata Steel New Job Vacancy 2024:টাটা স্টিলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু”