Group C staff recruitment 2024:মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে স্থায়ী চাকরির সুযোগ,

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Group C staff recruitment 2024: যে সকল বেকার যুবক যুবতীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস অথচ কোনো রকমের সরকারি চাকরি পাচ্ছে না তাদের জন্য সুবর্ণ সুযোগ। তেজপুর ইউনিভার্সিটি পক্ষ থেকে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দশটির বেশি ভিন্ন ভিন্ন শুন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক আজকের প্রতিবেদনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন ন্যূনতম বয়সসীমা সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকে প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংকসমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে আজকে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Group C staff recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉 এক্ষেত্রে Tezpur University এর পক্ষ থেকে যে সকল পদে কর্মী নিয়োগ করা হবে তা হল : ১)Registrar ২)Internal Audit Officer ৩)Deputy Registrar ৪)Assistant Registrar ৫)Assistant ৬)Laboratory Assistant ৭)Junior Accountant ৮)Upper Division Clerk ৯)Lower Division Clerk ১০)Multi-Tasking Staff
আবেদন শুরুর তারিখ : 👉আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ২৮ শে মার্চ, ২০২৪ তারিখ থেকে ।
আবেদনের শেষ তারিখ: 👉আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ই মে, ২০২৪ তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তি নম্বর : 👉F.01-3/XVII(E)/4099
Group C staff recruitment 2024

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক পাশে Axis Bank এ কর্মী নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু

Group C staff recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ) 👇

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): 👉 সম্প্রতি TEZPUR UNIVERSITY (A Central University) পক্ষ থেকে নিয়োগ করা হবে।
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে  অনলাইনে/অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে মোট  ২৩ টি শূণ্য পদে কর্মী নিয়োগ করা হবে |বিভিন্ন পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা বিভিন্ন |

তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে।
Salary (বেতন): 👉এক্ষেত্রে যেহেতু দশটি বিভিন্ন পদে নিযুক্ত করা হচ্ছে তাই প্রতিটি পদ অনুযায়ী বেতন সীমা বিভিন্ন তবে এক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন ১৮০০০ টাকা দেওয়া হবে,সঙ্গে যোগ্য চাকরিপ্রার্থীদের অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে |

বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন।

Group C staff recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
প্রতিটি পদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা বিভিন্ন ধরনের। তবে Assistant, Laboratory Assistant, Junior Accountant, Upper Division Clerk, Lower Division Clerk, Multi-Tasking Staff পথগুলির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের মধ্যে হওয়া আবশ্যিক, এবং বাকি পদগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫-৫৭ বছরের বয়স সীমার মধ্যে হতে হবে।
বয়স বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ভালো করে দেখুন
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
এক্ষেত্রে দশটি ভিন্ন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা ও বিভিন্ন। তবে সে ক্ষেত্রে Multi-Tasking Staff পদের জন্য যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পাস যোগ্যতা সম্পন্ন হলে আবেদন করতে পারবেন।
আইটিআই শিক্ষাগত যোগ্যতার আবেদনকারীরাও এক্ষেত্রে সমানভাবে গ্রহণযোগ্য।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
* এক্ষেত্রে তেজপুর ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তার ওপর নির্ভর করে একটি মেরিট লিস্ট বার করা হবে তার ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীকে নির্বাচন করা হবে।
তবে পরবর্তীকালে প্রয়োজনে ভারত সরকারের সরকারি কর্মী নিয়োগের নিয়ম অনুযায়ী পার্সোনাল ইন্টারভিউ/লিখিত পরীক্ষা বা স্কিল টেস্টও নেওয়া হতে পারে।

বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন

আরো পড়ুন : টাটা স্টিলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু

আরো পড়ুন : মাধ্যমিক পাশে কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন শুরু 

Group C staff recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আবেদনকারী কে আবেদন করতে হবে দুটি ধাপের মাধ্যমে। প্রথমত অনলাইন এবং পরে অফলাইনের মাধ্যমে।

প্রথমত প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট এর লিংকে ক্লিক করে সেখান থেকে অনলাইনের মাধ্যমে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

আবেদন পত্রটি সাবমিট করার আগে পুনরায় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য জমা করে সাবমিট করে দিন।

এবার আবেদন পত্রটির একটি এক কপি প্রিন্ট আউট বের করে হার্ড কপিটি একটি নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানো ঠিকানা:“ The Registrar, Tezpur University, Tezpur-784 028, Assam

আবেদন মূল্য: এক্ষেত্রে Registrar পদের জন্য ১০০০/- টাকা এবং বাকি অন্যান্য পদের জন্য ৫০০/- টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। তবে SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনর আবেদন ফি দিতে হবে না।

আবেদন মূল্য জমা দেবার ব্যাঙ্ক একাউন্ট বিস্তারিত তথ্য:

Account Name: Tezpur University Recurring

Savings Bank Account No. 37854250831

IFS Code: SBIN0014259

Bank Name & Branch: State Bank of India, Tezpur University Branch, Napaam, Tezpur-784028, Assam

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি তেজপুর ইউনিভার্সিটি এর অফিসিয়াল পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE