Indian army Agniveer Recruitment 2024: মাধ্যমিক পাশে ভারতীয় নৌসেনাতে নিয়োগ ,আবেদন শুরু

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Indian army Agniveer Recruitment 2024: ভারতীয় নৌসেনার পক্ষ থেকে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগের একটি বিরাট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগে ভারতীয় নৌসেনার বিভিন্ন বিভাগে অগ্নিবির পদে নিয়োগ করা হবে। যে সকল আবেদনকারীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বেতন সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বে ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian army Agniveer Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉 এক্ষেত্রে INDIAN NAVY এর পক্ষ থেকে  বিভিন্ন বিভাগ অনুযায়ী অগ্নিবীর পদে কর্মী নিয়োগ করা হবে |
আবেদন শুরুর তারিখ : 👉আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ১৩ই মে ২০২৪, ২০২৪ তারিখ থেকে ।
আবেদনের শেষ তারিখ: 👉আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭ মে, ২০২৪ তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তি নম্বর : 👉: 02/2024 BATCH

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক পাশে Axis Bank এ কর্মী নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু

Indian army Agniveer Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ) 👇

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): 👉 সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় নৌসেনা পক্ষ থেকে নিয়োগ করা হবে।
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉 অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা সেভাবে উল্লেখ করা হয়নি|বিভিন্ন বিভাগ অনুযায়ী অগ্নিবিরের প্রয়োজনীয়তার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে।
Salary (বেতন): 👉উক্ত পদে যোগ্য চাকরি প্রার্থীদের চার বছরের জন্য নিযুক্ত করা হবে | প্রতিবছর মাসিক বেতন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা অব্দি বাড়ানো হবে। এক্ষেত্রে প্রথম বছরে৩০ হাজার টাকা এবং চতুর্থ বছরে ৪০ হাজার টাকা অব্দি বেতন দেওয়া হবে।

এছাড়া অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে |

বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন।
Indian army Agniveer Recruitment 2024

Indian army Agniveer Recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
যে সকল আবেদনকারীরা উক্ত পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের জন্ম তারিখ ১ নভেম্বর ২০০৩ থেকে ৩০ এপ্রিল ২০০৭ তারিখের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

বয়স বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ভালো করে দেখুন
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
এক্ষেত্রে অগ্নিবীর পদে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা তার সমতুল্য পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে।

তবে যদি আবেদনকারীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তবে সেই যোগ্যতার প্রমাণপত্র এক্ষেত্রে জমা করতে পারবে |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
* এক্ষেত্রে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে। প্রথমত,(Indian Navy Entrance Test – INET), এবং দ্বিতীয়তঃ PFT, Written Examination and Recruitment Medical Examination

* Computer-based Examination নেওয়া হবে 50 নম্বরের ।প্রতিটি প্রশ্নের মান থাকবে ১।‘Science & Mathematics’ and General Awareness বিষয়ের ওপর MCQ type প্রশ্ন থাকবে ইংরেজি এবং হিন্দি দুটি ভাষাতে। পরীক্ষা না হবে মোট ৩০ মিনিটে। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে।


আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন

আরো পড়ুন : মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে স্থায়ী চাকরির সুযোগ

আরো পড়ুন : মাধ্যমিক পাশে আবারও রেলের গ্রুপ ডি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Indian army Agniveer Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে |

প্রথমত প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট এর লিংকে ক্লিক করে সেখান থেকে অনলাইনের মাধ্যমে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

আবেদন পত্রটি সাবমিট করার আগে পুনরায় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য জমা করে সাবমিট করে দিন।

এবার আবেদন পত্রটির একটি এক কপি প্রিন্ট আউট বের করে রাখতে হবে পরবর্তীকালে সুবিধার্থে |

আবেদন মূল্য: এক্ষেত্রে অগ্নি বীর পদে আবেদন করার জন্য আবেদনকারীদের ৫৫০/- টাকা আবেদন মূল্য দিতে হবে |যা অনলাইনে আবেদন করার সময় জমা করতে হবে |

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি Indian Navy এর অফিসিয়াল পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE