IRCTC Railway Job Recruitment 2024: রেলে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইতি মধ্যে আবেদন শুরু

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

IRCTC Railway Job Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুন খুশির খবর। যে সকল বেকার যুবক যুবতীরা রেলে চাকরি করার স্বপ্ন দেখেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। এক্ষেত্রে রেলের ট্যুরিজম দপ্তরের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যাও খুব বেশি নয়, তবে ভালো বেতনের মাইনার চাকরি।উক্ত পদে আবেদনের জন্য বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন। আবেদন পদ্ধতি,মাসিক বেতন,নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই যে সকল চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IRCTC Railway Job Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉 এক্ষেত্রে Indian Railway catering and tourism corporation Limited (IRCTC) এর পক্ষ থেকে কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : 👉ভারতীয় রেলওয়ে ট্যুরিজম দপ্তরের পক্ষ থেকে গত ১৪ই মে- ২০২৪ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ: 👉উক্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ শে মে ২০২৪ তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তি নম্বর:IRCTC/SZ/116/Re-Engagement

আরো পড়ুন : AIIMS এ একাধিক পদে কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু

IRCTC Railway Job Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ) 👇

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে IRCTC এর পক্ষ থেকে কনসালট্যান্ট পদের জন্য মোট ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে।
Salary (বেতন): 👉উক্ত পদে যোগ্য চাকরি প্রার্থীদের রেলের নিয়মানুসারে মাসিক বেতন দেওয়া হবে।তবে কত টাকা বেতন দেওয়া হবে নির্দিষ্ট ভাবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এছাড়া সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা ও পাওয়া যাবে|

বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন।
IRCTC Railway Job Recruitment 2024

IRCTC Railway Job Recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
যে সকল আবেদনকারীরা উক্ত পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সীমা সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে,এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে |

বয়স বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ভালো করে দেখুন
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
এক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই উক্ত বিষয়ে Southern Railway এর যেকোনো ৩টি ডিভিশনে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষার ছাড়াই আবেদনের উপর ভিত্তি করে এবং শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে সঠিক এবং যোগ্য প্রার্থীকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক পাশে Axis Bank এ কর্মী নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু

আরো পড়ুন : মাধ্যমিক পাশে আবারও রেলের গ্রুপ ডি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

IRCTC Railway Job Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিংক এ ক্লিক করুন। সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিক নির্ভুলভাবে ফিলাপ করার পর নিজের সমস্ত প্রমাণপত্রের জেরক্স কপি দিয়ে নীচে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এবং উক্ত আবেদন পত্রটি IRCTC এর অফিসিয়াল ইমেইল আইডি তেও পাঠিয়ে দিতে হবে পিডিএফ এর আকারে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: The Group General Manager, IRCTC South Zone, 6A The Rain Tree Place, No.9 Mc Nichols Road, Chetpet, Chennai -31.

অফিসিয়াল ইমেইল আইডি: teamhrsouthzone@irctc.com

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE