BEML Limited Recruitment 2024 – মাধ্যমিক পাসে নিয়োগ,মাসিক বেতন ২০,০০০/- টাকা।

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

BEML Limited Recruitment 2024: আমাদের রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য দারুন খুশির খবর। BEML অর্থাৎ Bharat Earth Movers Limited , যা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ (রেল,মেট্রো,পাওয়ার, ডিফেন্স,এরোস্পেস) ইত্যাদির একটি যন্ত্রাংশ নির্মাণ কারখানা,এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে নূন্যতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে ছেলে/ মেয়ে উভয় ই আবেদন করতে পারবে।আবেদন পদ্ধতি,মাসিক বেতন, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই যে সকল আবেদনকারীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক,আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BEML Limited Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉 এক্ষেত্রে BEML LIMITED ((A Govt of India Undertaking)) এর পক্ষ থেকে Staff Driver পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : 👉BEML এর পক্ষ থেকে উক্ত পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি গত ১৫ ই মে- ২০২৪ তারিখে প্রকাশিত করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ: 👉উক্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ই জুন ২০২৪ তারিখ বিকাল ৩ টে পর্যন্ত।
বিজ্ঞপ্তি নম্বর:KP/S/05/2024

আরো পড়ুন : রেলে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইতি মধ্যে আবেদন শুরু

BEML Limited Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ) 👇

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে Bharat Earth Movers Limited (BEML) এর  পক্ষ থেকে মোট ০৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে।
Salary (বেতন): 👉BEML এর  Staff Driver পদে যোগ্য চাকরি প্রার্থীদের দুই বছরের চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রথম বছর ২০,০০০/- টাকা এবং দ্বিতীয় বছর ২৩,৫০০/- টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
এছাড়া সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা ও পাওয়া যাবে|

বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন।

BEML Limited Recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
BEML এর  Staff Driver পদে যারা যারা আবেদন করতে ইচ্ছুক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তাদের বয়সের নূন্যতম কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি,তবে এক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছরের মধ্যে হতে হবে।
তবে SC/ST রা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। নিচে অফিসে নোটিফিকেশনে লিংক দেওয়া রয়েছে।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই নূন্যতম মাধ্যমিক বা তার সমতুল্য পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
* গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকা জরুরী।
* আবেদনকারীর অবশ্যই হালকা যানবাহন চালানোর নূন্যতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
* এছাড়া যানবাহনের ছোট খাটো কোনো সমস্য থাকলে তার সমাধান করার ক্ষমতা থাকা বাধ্যতামূলক।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষার ছাড়াই আবেদনের উপর ভিত্তি করে এবং শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে সঠিক এবং যোগ্য প্রার্থীকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক পাশে Axis Bank এ কর্মী নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু

আরো পড়ুন : স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ,আবেদন শুরু

BEML Limited Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম BEML LIMITED এর  অফিসিয়াল ওয়েবসাইট www.bemlindia.in ভিজিট করতে হবে অথবা প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিংক এ ক্লিক করুন। সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিক নির্ভুলভাবে ফিলাপ করার পর নিজের সমস্ত ডকুমেন্টস এর প্রমাণপত্রের জেরক্স কপি সমেত আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

প্রতিটি জেরক্স কপির নিচে অবশ্যই নিজস্ব বৈধ সই থাকা বাধ্যতামূলক ।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: BEML Soudha, 23/1, 4th Main, Sampangirama Nagar, Bangalore – 560027- India

আবেদন মূল্য: উক্ত পদে আবেদনের জন্য BEML এর পক্ষ থেকে ২০০ টাকা করে আবেদন মূল্য ধার্য্য করা হয়েছে।

আবেদনপত্রের সাথে যে যে ডকুমেন্টস জেরক্স দিতে হবে:

BEML Limited Recruitment 2024

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি BEML লিমিটেড এর  অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

1 thought on “BEML Limited Recruitment 2024 – মাধ্যমিক পাসে নিয়োগ,মাসিক বেতন ২০,০০০/- টাকা।”

Leave a Comment