মাধ্যমিক পাসে রেলে নতুন নিয়োগ বহু শূন্যপদে – RRC New Job Recruitment 2024

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

RRC New Job Recruitment 2024 : সাউথ ইস্টার্ন রেলওয়ের Railway Recruitment Cell পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসকল বেকার যুবক যুবতীরা বহুদিন ধরে রেলে চাকরি করার স্বপ্ন দেখছেন এবং এর জন্য বহু প্রস্তুতি নিয়েছেন বা নিচ্ছেন এখনো পর্যন্ত, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞতি হতে পারে এটি। নূন্যতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন যেকোনো ভারতীয় নাগরিক এক্ষেত্রে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা,মাসিক বেতন,নিয়োগ প্রক্রিয়া সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে একবার পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRC New Job Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉 South Eastern Railway এর তরফ থেকে এক্ষেত্রে যে দুটি পদে নিয়োগ করা হবে তাহলো :১) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) ও ২) ট্রেনস ম্যানেজার পদে । 
আবেদন শুরুর তারিখ : 👉উক্ত পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত ১৩ শে মে ২০২৪ তারিখ থেকে।
আবেদনের শেষ তারিখ: 👉সংশ্লিষ্ট পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২- ই জুন ২০২৪ তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তি নম্বর 👉SER/P-HQ/RRC/GDCE/2024

প্রয়োজনীয় তারিখ সমূহ:

RRC New Job Recruitment 2024

আরো পড়ুন : লিখিত পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল ব্যাংকে নিয়োগ,বেতন ৪৫০০০ টাকা 

RRC New Job Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ 👇

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সংশ্লিষ্ট পদ দুটি মিলিয়ে মোট ১২০২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
১) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে- ৮২৭ টি এবং
২) ট্রেনস ম্যানেজার পদে -৩৭৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে।
Salary (বেতন): 👉ভারতীয় রেলের বেতন কাঠামো অনুযায়ী:
১) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে : ৫২০০-২০২০০ টাকা মাসিক বেতন+ ১৯০০ টাকা গ্রেড পে (৭থ CPC,LEVEL ২ অনুসারে)

২) ট্রেনস ম্যানেজার পদে : ৫২০০-২০২০০ টাকা মাসিক বেতন+ ২৮০০ টাকা গ্রেড পে (৭থ CPC,LEVEL ৫ অনুসারে)

বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার পড়ুন

RRC New Job Recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্টপদগুলিতে যারা যারা আবেদন করতে ইচ্ছুক ,এক্ষেত্রে ০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছরের মধ্যে হতে হবে।
তবে SC/ST রা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
উক্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস সঙ্গে যেকোনো টেকনিকাল ডিগ্রী অর্থাৎ আইটিআই / ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়ুন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে প্রথমে কম্পিউটার বেসিক টেস্ট (CBT )পরীক্ষা নেওয়া হবে । উক্ত টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পরবর্তীতে মেডিকেল ফিটনেস টেস্ট হওয়ার মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে

বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I

আরো পড়ুন : মাধ্যমিক পাসে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নির্মাণ কোম্পানিতে নিয়োগ,মাসিক বেতন ২০,০০০/- টাকা।

আরো পড়ুন : অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে কর্মী নিয়োগ – WB District Court Recruitment 2024

RRC New Job Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

সংশ্লিষ্ট পদগুলির জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে। এক্ষেত্রে South Eastern Railway এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে বৈধই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করে নিতে হবে।

এরপর বৈধ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক হয় পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য অনলাইনে জমা করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।

তবে একবার আবেদন পত্র সাবমিট করার পর পুনরায় আবেদনপত্রে দেওয়া তথ্য সংশোধন করা যাবে না অথবা আবেদন মূল্য ফেরত পাওয়া যাবে না।

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি সাউথ ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর  অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

আবেদন মূল্য: এক্ষেত্রে উক্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনরূপ আবেদন মূল্য লাগবে না।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

2 thoughts on “মাধ্যমিক পাসে রেলে নতুন নিয়োগ বহু শূন্যপদে – RRC New Job Recruitment 2024”

Leave a Comment