Central Bank New Recruitment 2024 : আপনি কি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক ! সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,ভারতের অন্যতম একটি বিশ্বস্ত প্রাইভেট ব্যাংকিং সংস্থা এর পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন যেকোনো ভারতীয় নাগরিক এক্ষেত্রে আবেদন করতে পারবেন।আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
Central Bank New Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে এক্ষেত্রে BC Supervisor পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। |
আবেদন শুরুর তারিখ : 👉 | উক্ত পদটির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। |
আবেদনের শেষ তারিখ: 👉 | সংশ্লিষ্ট পদটির জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ ই জুন ২০২৪ তারিখ বিকাল ৫:৩০ পর্যন্ত। |
✍ আরো পড়ুন : রেলের কোচ ফ্যাক্টরিতে মাধ্যমিক পাসে নিয়োগ,আবেদন শুরু,ICF New Recruitment 2024
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সংশ্লিষ্ট বিভাগে মোট ৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে। |
Salary (বেতন): 👉 | সেন্ট্রাল ব্যাংকের Bc Supervisor পদে যোগ্যতা অনুসারে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হবে : Category A এবং Category B। ক্যাটাগরি দুটিতে বেতনক্রম ও ভিন্ন। নিচে বেতনক্রম এর বিন্যাস দেওয়া হলো।বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার পড়ুন। |
Central Bank New Recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনপ্রার্থীদের নূন্যতম বয়সসীমা ২১ থেকে সর্বোচ্চ ৪৫ মধ্যে বয়সসীমার মধ্যে হতে হবে। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস যোগ্যতা, সঙ্গে কম্পিউটার এর জ্ঞান (MS Office, email, Internet etc) থাকা বাধ্যতামূলক। * উচ্চ শিক্ষাগত যোগ্যতায় (যেমন M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA) আবেদনকারীরা অগ্রাধিকার পাবে। * এক্ষেত্রে Retired Bank Employees (PSU/RRB/Private Banks/Co- operative Banks) রাও আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদের জন্য, তবে সেক্ষেত্রে নূন্যতম ৩ বছরের rural banking experience থাকতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়ুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে কোনরূপ লিখিত পরীক্ষা নেই,সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে।তবে এক্ষেত্রে ১ বছরের কন্ট্রাক্ট এ কাজে নেওয়া হবে।পরবর্তীতে কাজের পারফরমেন্স এর ওপর নির্ভর করে কাজের সময়সীমা বাড়ানো হতে পারে। বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
✍ আরো পড়ুন : অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে কর্মী নিয়োগ – WB District Court Recruitment 2024
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাসে রেলে নতুন নিয়োগ বহু শূন্যপদে – RRC New Job Recruitment 2024
Central Bank New Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।
সর্বপ্রথম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in ভিজিট করতে হবে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারেন। এখন আবেদন পত্রটি একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে নিতে হবে। এবার সম্পূর্ণ আবেদন পত্রটি নিজস্ব সমস্ত বিবরণ সঠিক জায়গায় নির্ভুলভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জেরক্স কপি সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অফিশিয়াল ঠিকানায়।
প্রতিটি জেরক্স কপির নিচে নিজস্ব সই থাকা বাধ্যতামূলক।
আবেদনপত্র পাঠানো ঠিকানা: Regional Head, Central Bank of India, Gwarighat Road, Polipathar, Infront of South Avenue Mall, Jabalpur, PIN-482008 (M.P.)
আবেদন মূল্য: এক্ষেত্রে কোনরূপ আবেদন মূল্য নেই।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি Central Bank of India এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |