মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর।পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ডিএম অফিসে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বেশ কতগুলি শূন্য পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।এই ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিযুক্ত করা হবে, কোন রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে আবেদনের তারিখ ,কিভাবে আবেদন করতে পারবেন এবং বেতন বা কত দেওয়া হবে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে ,তাই আবেদন করার পূর্বে প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
মাধ্যমিক পাশে ডিএম অফিসে ক্লার্ক নিয়োগের বিস্তারিত তথ্য
বিজ্ঞপ্তি নম্বর: 59/ESH
পদের নাম: ক্ল্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট
প্রয়োজনীয় তারিখ:
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৩১/০১/২০২৪
নির্বাচনের তারিখ:১৫ ই ফেব্রুয়ারি ২০২৪
আরো পড়ুন: 10+2 পাস যোগ্যতায় ভারত সরকার অধীনস্থ কৃষি ও কিশান কল্যাণ বিভাগে মাল্টিটাসকে স্টাফ এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ
আরো পড়ুন: আসাম এপেক্স ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
JOB DETAILS (চাকরির বিবরণ)
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ DM ও কালেক্টারি অফিস |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): অফলাইন |
Job Posting ( কর্মস্থল): পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অধীনস্থ DM ও কালেক্টারি অফিস |
Vacancy (পদ সংখ্যা): ১১ |
Salary (বেতন): ১০,০০০/- টাকা |
Required Eligibility (প্রয়োজনীয় তথ্য)
Age Limit (বয়স সীমা): বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুসারে সর্বোচ্চ বয়সসীমা ৬৪ বছর |
Nationality (জাতীয়তা): ভারতীয় |
Application Fees (আবেদন মূল্য): না |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): মাধ্যমিক বা তার সমতুল্য পাস এবং সঙ্গে কম্পিউটারের বেসিক নলেজ (MS WORD & EXCEL) থাকতে হবে। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ,এক্ষেত্রে ইন্টারভিউ দিতে যেতে হবে নিম্নলিখিত ঠিকানায়: RTC HALL,2nd floor of civil defence building, kanyapur,Asansol ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১ টার মধ্যে। |
আবেদন পদ্ধতি(application procedure)
আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে। এই ক্ষেত্রে প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল নোটিশ লিঙ্কটিতে ক্লিক করে সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। আবেদন পত্রটিতে নিজের নাম ,অভিভাবকের নাম ,ঠিকানা ,বয়স ,শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করতে হবে, সাথে রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং নিজস্ব সিগনেচার যুক্ত করতে হবে।ইন্টারভিউ সময় আবেদন পত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্টগুলো অরজিনাল কপি সাথে নিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস: ১. জন্মের প্রমাণ পত্র ২. বসবাসের প্রমাণপত্র ৩. পূর্বে করা কাজের যোগ্যতা সার্টিফিকেট ৪. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ৫. কম্পিউটারে অভিজ্ঞতার প্রমাণপত্র ৬. একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্কে ক্লিক করুন।
আরো পড়ুন: মাধ্যমিক পাস যোগ্যতা অঙ্গনওয়ারীসহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
অফিসিয়াল ওয়েবসাইট: click here
অফিসিয়াল নোটিফিকেশন: click here
2 thoughts on “মাধ্যমিক পাস যোগ্যতায় কোন লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ,”