Department of Atomic Energy Recruitment 2024 : পারমাণবিক রিসার্চ সেন্টারে নিয়োগ শুরু, মাসিক বেতন ১৭৭৫০০/- টাকা

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Department of Atomic Energy Recruitment 2024 : ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ (IGCAR) হল ভারতের অন্যতম প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র। ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এটির নামকরণ করেন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ । IGCAR এর পক্ষ থেকে সাইন্টিফিক অফিসার, নার্স, টেকনিশিয়ান সহ বিভিন্ন উচ্চপদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে সকল আবেদনকারীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতার অধিকারী, তাদের জন্য আজকের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি , মাসিক বেতন সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন এবং প্রয়োজনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Department of Atomic Energy Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ (IGCAR) এর পক্ষ থেকে যে সকল পদে নিয়োগ করা হবে তা হল : ১) Scientific Officer ২) Technical Officer ৩) Nurse ৪) Technician
আবেদন শুরুর তারিখ : 👉উক্ত পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ১-লা জুন ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে ।
আবেদনের শেষ তারিখ: 👉সংশ্লিষ্ট পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া চলবে প্রায় ১ মাস ধরে অর্থাৎ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০-শে জুন ২০২৪ তারিখ রাত্রি ১১:৫৯ মিনিট পর্যন্ত।
বিজ্ঞপ্তি নম্বর : 👉IGCAR/01/2024
আরো পড়ুন : শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট (বন্দরের ) পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত,বেতন ৪৬৫০০
আরো পড়ুন : জাতীয় তদন্তকারী সংস্থাতে চাকরি, মোটা বেতনের মাইনে,আবেদন শুরু
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা বিভিন্ন।
১) Scientific Officer 15 টি
২) Technical Officer 20 টি
৩) Nurse 25 টি
৪) Technician 30 টি

বিভিন্ন পদ অনুযায়ী শূন্যপদের বিস্তারিত বিন্যাস জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।
Salary (বেতন): 👉বিভিন্ন পদ অনুযায়ী বেতনসজ্জাও বিভিন্ন।
১) Scientific Officer ₹56,100 – ₹1,77,500 টাকা
২) Technical Officer ₹47,600 – ₹1,51,100 টাকা
৩) Nurse. ₹44,900 – ₹1,42,400 টাকা
৪) Technician. ₹21,700 – ₹69,100 টাকা
এছাড়াও NPA (20% of Basic Pay) + কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অন্যান্য সুযোগ সুবিধা ও পাওয়া যাবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।

Department of Atomic Energy Recruitment 2024 (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে IGCAR এর পক্ষ থেকে আবেদনকারীদের জন্য বিভিন্ন পদ অনুযায়ী ভিন্ন বয়সসীমা ধার্য করেছে।
১) Scientific Officer সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর
২) Technical Officer সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর
৩) Nurse সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর
৪) Technician সর্বোচ্চ বয়সীমা ২৮ বছর

বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
এক্ষেত্রে বিভিন্ন বিভাগ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন।
১) Scientific Officer — যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Master’s degree পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।

২) Technical Officer — Bachelor’s degree
৩) Nurse — Diploma/Bachelor’s in Nursing
৪) Technician — High School + Diploma Certification

*উক্ত বিভাগ গুলো আবার অনেকগুলো পদে বিন্যাস।প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও আলাদা।

তাই প্রতিটি পদের বিস্তারিত বিন্যাস জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়ুন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে দুটি ধাপের মাধ্যমে। প্রথমত,লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়তঃ ইন্টারভিউ
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে ।
Final selection হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ তে প্রাপ্ত মোট নম্বরের ওপর।

বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I
আরো পড়ুন : মাসিক ১লক্ষ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনে কর্মী নিয়োগ

Department of Atomic Energy Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।

সর্বপ্রথম এক্ষেত্রে IGCAR এর আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে বৈধই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করে নিতে হবে।

এরপর বৈধ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক হয় পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য অনলাইনে জমা করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।

তবে একবার আবেদন পত্র সাবমিট করার পর পুনরায় আবেদনপত্রে দেওয়া তথ্য সংশোধন করা যাবে না অথবা আবেদন মূল্য ফেরত পাওয়া যাবে না।

আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আবেদন পত্রের এক কপি জেরক্স সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি এবং প্রতিটি নিচে নিজস্ব সই করে পাঠিয়ে দিতে হবে নিম্নলিখিত ঠিকানায়।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা : Assistant Personnel Officer,Recruitment Section, 3rd Floor, Homi Bhabha Building,Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam, Chengalpattu District, Tamil Nadu-603102.

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি IGCAR এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

আবেদন মূল্য 👉

Department of Atomic Energy Recruitment 2024

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

1 thought on “Department of Atomic Energy Recruitment 2024 : পারমাণবিক রিসার্চ সেন্টারে নিয়োগ শুরু, মাসিক বেতন ১৭৭৫০০/- টাকা”

Leave a Comment