Railway New Recruitment 2024: মাধ্যমিক পাসে ভারতীয় রেলে বিপুল শূন্যপদে নিয়োগ,এখনই আবেদন করুন

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Railway new recruitment 2024: মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর। আপনি যদি রেলে চাকরি করার আশা রাখেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতীয় রেলওয়ে রিক্রুমেন্ট সেল (RRC) এর পক্ষ থেকে নতুন একটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway New Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉রেলওয়ে রিক্রুমেন্ট সেল (RRC) এর পক্ষ থেকে এক্ষেত্রে শিক্ষানবিশ (APPRENTICE) পদে নিয়োগ করা হবে।
আবেদন শুরুর তারিখ : 👉APPRENTICE পদে আবেদন ইতিমধ্যে গত ১২ জুন ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে।আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন।
আবেদনের শেষ তারিখ : 👉যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ১১জুলাই ২০২৪ তারিখ বিকাল ৫ টার মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন চলবে প্রায় ১ মাস ধরে।
আরো পড়ুন : ভারতীয় প্রতিরক্ষা সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ,মাসিক বেতন ১২০০০০ টাকা
আরো পড়ুন : এইমস এ শূন্যপদে নিয়োগ শুরু,মাসিক বেতন ৬৭৭০০ টাকা, সীমিত সময়,ইতিমধ্যে আবেদন শুরু
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাও তাদের এক্ষেত্রে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে APPRENTICE পদে মোট ১১০৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে।বিভিন্ন পোস্ট অনুসারে শূন্যপদের সংখ্যা ভিন্ন।
১) মেকানিকাল ওয়ার্কশপ/ গোরখপুর — ৪১১
২) ক্যারেজ ও ওয়াগন/ইজ্জতনগর —- ৬৪
৩) সিগন্যাল ওয়ার্কশপ/গোরখপুর ক্যান্ট — ৬৩
৪) ব্রিজ ওয়ার্কশপ/গোরাখপুর ক্যান্ট — ৩৫
৫) ক্যারেজ ও ওয়াগন/লখনউ জং — ১৫৫
৬) ডিজেল শেড/গোন্ডা — ৯৯
৭) মেকানিকাল ওয়ার্কশপ//ইজ্জতনগর —- ১৫১
৮) ক্যারেজ ও ওয়াগন/বারাণসী — ৭৫
৯) ডিজেল শেড /ইজ্জতনগর—- ৬০
Salary (বেতন): 👉APPRENTICE পদে যোগ্য প্রার্থীদের RRC এর পক্ষ থেকে সরকারি নিয়মানুসারে পারিশ্রমিক (Stipend) দেওয়া হবে।

Railway New Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের নূন্যতম ১৫ বছর বয়স থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সসীমা মধ্যে হতে হবে ।Sc/St/OBC প্রার্থীদের জন্য সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় থাকবে।বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
APPRENTICE পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই ডিগ্রি পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।

আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই দেখে নেবেন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারীদের কোনরূপ লিখিত পরীক্ষা দিতে হবে না। এক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে একটি মেরিট লিস্ট বার করা হবে । সর্বশেষে মেডিকেল টেস্ট এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I
আরো পড়ুন : মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে নিয়োগ, মাসিক বেতন ১৯৯০০ টাকা
আরো পড়ুন : রাজ্যের ভূমি সংস্কার দপ্তরে কাজের সুযোগ,আবেদন ইতিমধ্যে শুরু

Railway New Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

সর্বপ্রথম এক্ষেত্রে RRC গোরাখপুরের আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে বৈধই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করে নিতে হবে।

এরপর বৈধ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক হয় পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য অনলাইনে জমা করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।

তবে একবার আবেদন পত্র সাবমিট করার পর পুনরায় আবেদনপত্রে দেওয়া তথ্য সংশোধন করা যাবে না অথবা আবেদন মূল্য ফেরত পাওয়া যাবে না।

আবেদন মূল্য : APPRENTICE পদে আবেদন করতে সাধারন (Genaral) এবং ওবিসি প্রার্থীদের ১০০ টাকা এবং SC/ST/PWD/মহিলা – প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না ।

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি RRC গোরাখপুরের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

23 thoughts on “Railway New Recruitment 2024: মাধ্যমিক পাসে ভারতীয় রেলে বিপুল শূন্যপদে নিয়োগ,এখনই আবেদন করুন”

Leave a Comment