ভারতের তৃতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বহু সংখ্যক শূন্য পদে যোগ্যতা অনুযায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন চলবে ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত। যে সকল চাকরি প্রার্থীরা সরকারি ব্যাংকে চাকরি করার জন্য আগ্রহী তারা অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ,আবেদন পদ্ধতি, মাসিক বেতন , ন্যূনতম বয়স ,সমস্ত কিছু বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
PUNJAB NATIONAL BANK RECRUITMENT 2024 বিস্তারিত তথ্যসমূহ
পদের নাম: স্পেশালিস্ট অফিসার (specialist officer) |
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ: ৭ই ফেব্রুয়ারি ২০২৪ |
আবেদার প্রক্রিয়ার শেষ তারিখ: ২৫ শে ফেব্রুয়ারি ২০২৪ |
আরো পড়ুন: মাধ্যমিক পাস যোগ্যতা কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই ডিএম অফিসে কর্মী নিয়োগ
আরো পড়ুন: মাধ্যমিক পাস যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
PUNJAB NATIONAL BANK RECRUITMENT 2024 JOB DETAILS (চাকরির বিবরণ)
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): PUNJAB NATIONAL BANK RECRUITMENT 2024 |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): online |
Job Posting ( কর্মস্থল): নিউ দিল্লি |
Vacancy (পদ সংখ্যা): ১০২৫ |
Salary (বেতন): ৩৬ হাজার টাকা থেকে ৭৮ হাজার ২৩০ টাকা পর্যন্ত |
PUNJAB NATIONAL BANK RECRUITMENT 2024 REQUIRED ELIGIBILITY (প্রয়োজনীয় তথ্য)
Age Limit(বয়স সীমা): ১. অফিসার ক্রেডিট পদে ন্যূনতম ২১ বছর- সর্বোচ্চ ২৮ বছর ২. ম্যানেজার ফর এক্স পদে ন্যূনতম ২৫ বছর সর্বোচ্চ ৩৫ বছর ৩. ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে ন্যূনতম ২৫ বছর সর্বোচ্চ ৩৫ বছর ৪. সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে ন্যূনতম ২৭ বছর সর্বোচ্চ ৩৮ বছর |
Nationality (জাতীয়তা): ভারতীয় |
Application Fees (আবেদন মূল্য): SC /ST/ওবিসি এবং PWD অর্থাৎ শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য ৫৯ টাকা আবেদন মূল্য এবং বাকি সমস্ত আবেদনকারীদের জন্য ১১৮০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, কম্পিউটার সাইন্স ,মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ,ব্যাচেলার অফ টেকনোলজি ইত্যাদি বিষয়ে যে কোন একটিতে ডিগ্রি প্রাপ্ত হতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন সম্পন্ন দেখুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): এক্ষেত্রে দুটি ধাপে মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমত লিখিত পরীক্ষা ,সে ক্ষেত্রে মোট ১২০ মিনিটে পরীক্ষা নেওয়া হবে অনলাইনে ১০০ নম্বরের। দ্বিতীয়তঃ লিখিত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে যা হবে 50 নম্বরের। এর মধ্যে থেকে কোয়ালিফাইং প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। |
পরীক্ষা কেন্দ্র(online examination centre for Tentative list):
আরো বিস্তারিত জানতে অফিশিয়াল লিংকে ক্লিক করুন।
আরো পড়ুন: আসাম এপেক্স কো-অপারেটিভ ব্যাংকের মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ।
PUNJAB NATIONAL BANK RECRUITMENT 2024 APPLICATION PROCEDURE (আবেদন পদ্ধতি)
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের সময় নাম ,ঠিকানা ,বয়স ,শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত কিছু তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। এবার সর্বশেষে সম্পূর্ণ এপ্লিকেশন ফর্ম টি রিচেক করে আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে হবে। এবং আবেদনপত্রের এক কপি নিজের কাছে জেরক্স এ রেখে দিতে হবে।
1 thought on “Punjab National Bank recruitment 2024:পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু”