RRB ALP New Recruitment 2024: মাধ্যমিক ও ITI পাশে ১৮,৭৯৯ শূন্যপদে নতুন করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

RRB ALP New Recruitment 2024: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর। ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে ১৭ হাজারেরও বেশি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক ও ITI পাশ শিক্ষাগত যোগ্যতায় যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।আপনি যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ,আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRB ALP New Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে এক্ষেত্রে অ্যাসিটেন্ট লোকো পাইলট (ALP)পদে নিয়োগ করা হবে।
আবেদন শুরুর তারিখ : 👉ALP পদে আবেদন ইতিমধ্যে ১৮ ই জুন ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে।আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন।
আবেদনের শেষ তারিখ : 👉যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ২৫ শে জুন ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আরো পড়ুন : মাধ্যমিক পাসে ভারতীয় রেলে বিপুল শূন্যপদে নিয়োগ,এখনই আবেদন করুন
আরো পড়ুন : ভারতীয় প্রতিরক্ষা সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ,মাসিক বেতন ১২০০০০ টাকা
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাও তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ALP পদে মোট ১৮৭৯৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিভিন্ন জোনাল অনুসারে শূন্যপদের সংখ্যা ভিন্ন। নিচে শূন্যপদের বিন্যাস বিস্তারিত ভাবে দেওয়া হলো।
১) দক্ষিণ রেলওয়ে -৭২৬ টি।
২) দক্ষিণ পূর্ব রেলওয়ে- ১০০১টি।
৩) দক্ষিণ রেলওয়ে – ৭২৯ টি।
৪) দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে – ৩৯৭৩ টি।
৫) দক্ষিণ পশ্চিম রেলওয়ে – ১৫৭৬ টি।
৬) উত্তর রেলওয়ে- ৪৯৯ টি
৭) উত্তর পশ্চিম রেলওয়ে ৭৬১ টি ।
৮) উত্তর পূর্ব রেলওয়ে -১৪৩ টি
৯) উত্তর মধ্য রেলওয়ে – ৮০২ টি ।
১০) উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – ৪২৮ টি।
১১) সেন্ট্রাল রেলওয়ে – ১৭৮৩ টি ।
১২) ইস্ট কোস্ট রেলওয়ে – ১৫৯৫ টি ।
১৩) পূর্ব রেল – ১৩৮২ টি ।
১৪) পূর্ব মধ্য রেলওয়ে – ৭৬ টি ।
১৫) পশ্চিম রেলওয়ে – ১৩৭৬ টি।
১৬) পশ্চিম মধ্য রেলওয়ে – ৭২৯ টি।
Salary (বেতন): 👉ALP পদে যোগ্য প্রার্থীদের ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে বেতন দেওয়া হবে ১৯,৯০০ টাকা, পরবর্তী সময়ে যোগ্যতার ভিত্তিতে বেতনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে।
আরো পড়ুন : নূন্যতম অষ্টম শ্রেণী পাসে ৪০০+ শূন্যপদে সেন্ট্রাল ব্যাংকে নিয়োগ

RRB ALP New Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর বয়সসীমা মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
ALP পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই ( Industrial Training Institute ) ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরো বিশদ তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই দেখে নেবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে যোগ্য প্রার্থীদের সাধারণত কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) ও ইন্টারভিউর এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
আরো পড়ুন : ৫০০০ এর অধিক শূন্যপদে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ,আবেদন শুরু ইতিমধ্যে
আরো পড়ুন : ১৪০০ অধিক শূন্যপদে বনদপ্তরে ফরেস্ট গার্ড নিয়োগ শুরু ইতিমধ্যে

RRB ALP New Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

সর্বপ্রথম এক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে বৈধই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করে নিতে হবে।

এরপর বৈধ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক হয় পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য অনলাইনে জমা করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।

তবে একবার আবেদন পত্র সাবমিট করার পর পুনরায় আবেদনপত্রে দেওয়া তথ্য সংশোধন করা যাবে না অথবা আবেদন মূল্য ফেরত পাওয়া যাবে না।

আবেদন মূল্য:- সংশ্লিষ্ট পদে আবেদন করতে SC,ST,প্রাক্তন সৈনিক,মহিলা ও EBC প্রার্থীদের কে ২৫০/- টাকা আবেদন মুল্য জমা করতে হবে এবং OBC সহ অন্যান্য সাধারণ প্রার্থীদের কে আবেদন মুল্য জমা করতে হবে ৫০০/- টাকা। আগ্রহী প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে আবেদন মুল্য জমা করতে হবে।

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

Leave a Comment