WB HEALTH DEPARTMENT JOB REQUIREMENT 2024: আপনি যদি নার্সিং ট্রেনিং করা থাকেন কিন্তু ভালো সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন না। তাহলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপনার জন্য দারুন সুখবর এনে দিয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এর তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সংশ্লিষ্ট পদে আবেদন করতে বিশেষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। যেকোন ভারতীয় নাগরিক এক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকে প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
WB HEALTH DEPARTMENT JOB REQUIREMENT 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। |
আবেদন শুরুর তারিখ : 👉 | এক্ষেত্রে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ : 👉 | এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ই জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। |
✍ আরো পড়ুন : অষ্টম শ্রেণী পাশে সেন্ট্রাল ব্যাংকে বহু শূন্যপদে কর্মী নিয়োগ
✍ আরো পড়ুন : ভারতীয় রেলে প্রায় 1.5 লক্ষ শূন্য পদে গ্রুপ ডি ও NTPC পদে কর্মী নিয়োগ
Recruitment Procedure (আবেদন পদ্ধতি):👉 | আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদগুলোতে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। |
Vacancy (পদ সংখ্যা):👉 | প্রায় ৩৯৫ টি শূন্য পদে নিয়োগ করা হবে। শূন্য পদের বিবরণ নিচে দেওয়া হল- * অসংরক্ষিত(General)-218 * তফশিলি জাতি (SC)-87 * তফশিলি উপজাতি (ST)-24 * অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC)-66 |
Salary (বেতন): | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের মাসিক ১৩০০০ টাকা মাইনে দেওয়া হবে। বিস্তারিতভাবে জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে তারপরে আবেদন করবেন। |
WB HEALTH DEPARTMENT JOB REQUIREMENT 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য)
Age Limit(বয়স সীমা): 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
আবেদনকারীকে অবশ্যই Indian Nursing Council স্বীকৃত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM অথবা ANM ডিগ্রি থাকতে হবে। এবং আবেদনকারীকে অবশ্যই West Bengal Nursing Council এ নাম নথিভুক্ত করা থাকতে হবে। পাশাপাশি বাংলা ভাষায় সাবলীল ভাবে কথা বলতে জানতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরো বিশদ তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই দেখে নেবেন। |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) |
এক্ষেত্রে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে যোগ্য প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবে। আবেদন করার আগে অফিসের নোটিফিকেশনটি পড়ে তারপরে আবেদন করবেন। |
✍ আরো পড়ুন : স্বাস্থ্য দপ্তরের অধীনে মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগ
✍ আরো পড়ুন : উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় HDFC Bank এ কর্মী নিয়োগ
WB HEALTH DEPARTMENT JOB REQUIREMENT 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক হয় পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য অনলাইনে জমা করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।
অন্যদিকে জেলা স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটের মাধ্যমেও এতে দরখাস্ত পাঠানো যাবে।
বিস্তারিতভাবে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটটি ভালো করে দেখবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
আবেদন মূল্য : আবেদন জানানোর জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের (SC/ST/PwD) ৫০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | https://hr.wbhealth.gov.in/ |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
Apply Online 👉 | CLICK HERE |
5 thoughts on “পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নার্সিং এ সরাসরি নিয়োগ।WB HEALTH DEPARTMENT JOB REQUIREMENT 2024”