Indian Oil Recruitment 2024: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) , যা একটি সরকারি অধীনস্থ ভারতীয় খনিজ তেল ও গ্যাস সংস্থা এর পক্ষ থেকে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ পদে আবেদনের জন্য আবেদন কারীদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন। আপনি যদি সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন হন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কতদিন পর্যন্ত আবেদন চলবে? কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া? সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
Indian Oil Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | IOCL এর পক্ষ থেকে এক্ষেত্রে যেসকল পদে নিয়োগ করা হবে তাহলো ১) রেডিওলজিস্ট, ২) কার্ডিওলজিস্ট এবং ৩) চর্মরোগ বিশেষজ্ঞ। |
আবেদন শুরুর তারিখ : 👉 | যেসকল আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি ইন্টারভিউ দিন আবেদন পত্র জমা করতে হবে। |
✍ আরো পড়ুন : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ২৭০০ শূন্যপদে এপ্রেন্টিস পদে নিয়োগ,শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : খাদ্য সুরক্ষা দপ্তরে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ শুরু! মাসিক বেতন ৪৭,০০০,শীঘ্রই আবেদন করুন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শূন্যপদ সম্পর্কে কোনরূপ উল্লেখ করা হয়নি। |
Salary (বেতন): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, Radiologist এবং Cardiologist বিশেষজ্ঞ দের ৬০০০ টাকা / প্রতি 2 ঘন্টা ভিজিটের জন্য এবং Dermatologist বিশেষজ্ঞরা পাবেন ৪৫০০ টাকা / প্রতি 2-ঘন্টা ভিজিটের জন্য । |
Indian Oil Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
বয়স সীমা সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনরূপ উল্লেখ করা হয়নি। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
১) Radiologist : আবেদন করতে আগ্রহী প্রার্থীদের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেডিওলজিতে MD/DNB ডিগ্রী সম্পন্ন হতে হবে। সঙ্গে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক। ২) Cardiologist : আবেদন করতে আগ্রহী প্রার্থীদের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কার্ডিওলজিতে DM/DNB ডিগ্রী সম্পন্ন হতে হবে। সঙ্গে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক। ৩) Dermatologist : আবেদন করতে আগ্রহী প্রার্থীদের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চর্মরোগবিদ্যায় MD/DVDL ডিগ্রী সম্পন্ন হতে হবে। সঙ্গে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন। |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) 👇 |
এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রতিটি পদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। বিস্তারিত আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন। |
✍ আরো পড়ুন : ইন্ডিয়ান ব্যাংকে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু, শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : IBPS এ ৬০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ চলছে, শীঘ্রই জেনে নিন আবেদন পদ্ধতি,মাসিক ৩০০০০ টাকা
Indian Oil Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
আবেদন আগ্রহী প্রার্থীদের নিজস্ব বায়োডাটা সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ দিন নির্দিষ্ট ঠিকানায়।
প্রয়োজনীয় নথিপত্র : ১) বায়োডাটা ২) ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো ৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ৪) অভিজ্ঞতার প্রমাণপত্র ৫) অন্যান্য …… *প্রতিটি প্রয়োজনীয় নথির জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউর স্থান ও সময়: ইন্টারভিউ 9 জুলাই, 2024 তারিখে, বিহারের বেগুসরাইয়ের বারাউনি রিফাইনারি হাসপাতালে সকাল 10 টা থেকে বিকাল 4 টার মধ্যে অনুষ্ঠিত হবে।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | https://iocl.com/ |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
10 thoughts on “Indian Oil Recruitment 2024:ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ শুরু,জানুন আবেদন পদ্ধতি”