ONGC Consultant Recruitment 2024 : অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC), যা কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ বৃহত্তম তেল উৎপাদনকারী সংস্থা, এর পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ONGC এর অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু ।আজকের প্রতিবেদনে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ আরও অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
ONGC Consultant Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | ONGC এর পক্ষ থেকে এক্ষেত্রে Junior Consultant এবং Associate Consultant পদে নিয়োগ করা হবে। |
আবেদন শুরুর তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে । আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ : 👉 | যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই আগামী ২৩ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৫ টার মধ্যে আবেদন করতে হবে। |
✍ আরো পড়ুন : ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ শুরু,জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : কলকাতা বন্দরে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ শুরু,মাসিক বেতন ২৬০০০ টাকা,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাও তাদের অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | ONGC এর পক্ষ থেকে Junior Consultant পদে মোট ৭৭ টি এবং Associate Consultant পদে মোট ২টি শূন্য পদে নিয়োগ করা হবে। |
Salary (বেতন): 👉 | সরকারি নিয়ম অনুযায়ী এক্ষেত্রে Junior Consultant পদে যোগ্য প্রার্থীদের মাসিক ৪০০০০/- টাকা এবং Associate Consultant পদে মাসিক ৬৬০০০/- টাকা বেতন দেওয়া হবে। |
ONGC Consultant Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ ৬৪ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
সংশ্লিষ্ট পদ দুটিতে আবেদন করতে প্রথমত আবেদনকারীদের অবশ্যই ONGC এর মেকানিকাল, ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল অথবা কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে সঙ্গে Surface Team Operations এ ১০ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ITI, Diploma বা তার উচ্চ ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে।শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিশদ জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি আগে পড়ে নেবেন তারপর আবেদন জানাবেন। |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) 👇 |
যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদ দুটির জন্য আবেদন করবেন সর্বপ্রথম তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এখন মেরিট লিস্টে প্রকাশিত প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় ৮০ নম্বরের মধ্যে ন্যূনতম ২৭ নম্বর পাবে তাদের পার্সোনাল ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে। এবং ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের যোগ্য বলে নির্বাচন করা হবে। আরো বিস্তারিতভাবে জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার পড়ে নেবেন। |
✍ আরো পড়ুন : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ব্লকে ব্লকে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : স্টেট ব্যাংকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ, মাসিক বেতন ৬৫০০০ টাকা, জানুন আবেদন পদ্ধতি
ONGC Consultant Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)
প্রতিবেদনের নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড এর লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে সেটিকে একটি a4 পেজে প্রিন্ট আউট বের করে নিয়ে প্রতিটি স্থান নির্ভুলভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটিকে একটি পিডিএফ এর আকারে বানিয়ে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ওফিসিয়াল ইমেল আইডিতে।
ইমেল আইডি টি হল : shukla_asish@ongc.co.in এবং sekhar_nikku@ongc.co.in ( যেকোনো একটিতে পাঠালেই হবে )
অথবা, আবেদনকারীরা চাইলে আবেদনপত্র এবং সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে সেটি একটি মুখ বন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে পারবে অফিসিয়াল ঠিকানায়।
আবেদনপত্র পাঠানো ঠিকানা: the Office of the Surface Manager, 1st Floor, KDM Bhavan, Palavasana Chowkri, Mehsana-384003
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি ONGC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | https://ongcindia.com/ |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
আবেদন পত্র ডাউনলোড করুন 👉 | CLICK HERE |