India Railway Ticket Seller Recruitment 2024: আপনি যদি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে আপনার জন্য খুশির খবর। ভারতীয় ইস্টার্ন রেলওয়ে ,শিয়ালদহ ডিভিশনে টিকিট কালেক্টর পদে নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক এক্ষেত্রে আবেদনযোগ্য। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।আগ্রহ প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে? বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
India Railway Ticket Seller Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | নরেন্দ্রপুর হল্ট স্টেশন, শিয়ালদা ডিভিশন এর পক্ষ থেকে এক্ষেত্রে টিকিট সেলার পদে নিয়োগ করা হবে। |
আবেদন শুরুর তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে ১৯/০৬/২০২৪ তারিখ থেকে । আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ : 👉 | যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই আগামী ০৯ জুলাই ২০২৪ তারিখ মধ্যে আবেদন করতে হবে। |
✍ আরো পড়ুন : ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ শুরু,জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : কলকাতা বন্দরে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ শুরু,মাসিক বেতন ২৬০০০ টাকা,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাও তাদের অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | নরেন্দ্রপুর হল্ট স্টেশন এর পক্ষ থেকে টিকিট সেলার পদে মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে সেই বিষয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে তেমন কোন উল্লেখ করা হয়নি। |
Salary (বেতন): 👉 | এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে হল্ট কন্ট্রাক্টর পদে কমিশন বেসিসে টাকা দেওয়া হয় , সেই রকমেরই টাকা দেওয়া হবে। বিস্তারিত আরও জানতে অনুগ্রহ করে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন। |
India Railway Ticket Seller Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য আলাদাভাবে কোন বয়সে ছাড় নেই । বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
আগ্রহী প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে সঙ্গে ইংরেজি কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকা আবশ্যিক। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিশদ জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি আগে পড়ে নেবেন তারপর আবেদন জানাবেন। |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদন কারীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের এর ওপর নির্ভর করে টিকিট সেলার পদে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ প্রক্রিয়া হবে চুক্তিভিত্তিক , ৫ বছরের জন্য এই নিয়োগ করা হবে। |
✍ আরো পড়ুন : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ব্লকে ব্লকে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : স্টেট ব্যাংকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ, মাসিক বেতন ৬৫০০০ টাকা, জানুন আবেদন পদ্ধতি
India Railway Ticket Seller Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)
আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। অফিসিয়াল বিজ্ঞপ্তি সাথেই আবেদন পত্র রয়েছে। সেখান থেকে আবেদন পত্রটি একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে।এরপরে আবেদন পত্রটিকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদন পত্রটি নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা: Sr. Divisional commercial manager’s office, Eastern Railway,Sealdah,DRM Building,Room No44, Kolkata – 700014
আবেদন মূল্য : এই নিয়োগের জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না ।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিভিশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | www.indianrailways.gov.in |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
1 thought on “India Railway Ticket Seller Recruitment 2024 : মাধ্যমিক পাশে ভারতীয় রেলে প্রচুর টিকিট সেলার পদে নিয়োগ শুরু,শীঘ্রই আবেদন করুন”