Havaldar And Nabi Subedar Recruitment 2024: মাধ্যমিক পাশে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে Havaldar And Nabi Subedar পদে কর্মী নিয়োগ,শীঘ্রই আবেদন করুন

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Havaldar And Nabi Subedar Recruitment 2024 : ভারতীয় সেনাবাহিনী পক্ষ থেকে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে Havaldar And Nabi Subedar পদে নিয়োগের একটি বিরাট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল আবেদনকারীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বেতন সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Havaldar And Nabi Subedar Recruitment 2024 : নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉Indian Army এর পক্ষ থেকে এক্ষেত্রে যেসকল পদে নিয়োগ করা হবে তাহলো-
* Havaldar
* Nabi Subedar
আবেদন শুরুর তারিখ : 👉আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।যেসকল আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক শীঘ্রই আবেদন করা শুরু করুন।
আবেদন শেষ তারিখ : 👉সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন জানাতে পারবেন।
আরো পড়ুন : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ২৭০০ শূন্যপদে এপ্রেন্টিস পদে নিয়োগ,শীঘ্রই আবেদন করুন
আরো পড়ুন : ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ শুরু,জানুন আবেদন পদ্ধতি
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): 👉 সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়োগ করা হবে।
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা সেভাবে উল্লেখ করা হয়নি| তবে বিশেষ সূত্র অনুযায়ী বেশ অনেকগুলো শূন্যপদে নিয়োগ করা হবে।

তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে।
Salary (বেতন): 👉উক্ত পদে যোগ্য চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বেতন দেওয়া হবে।

এছাড়া অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও পাওয়া যাবে |

বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন।

Havaldar And Nabi Subedar Recruitment 2024 : REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
যে সকল আবেদনকারীরা উক্ত পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের সর্বনিম্ন ১৭.৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়স সীমার মধ্যে হতে হবে।
বয়স বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ভালো করে দেখুন
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
এক্ষেত্রে সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে।

তবে যদি আবেদনকারীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তবে সেই যোগ্যতার প্রমাণপত্র এক্ষেত্রে জমা করতে পারবে |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
ভারতীয় সেনাবাহিনীর এই পদ গুলোতে আবেদনের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হয়।

আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন
আরো পড়ুন : নূন্যতম অষ্টম ও মাধ্যমিক পাসে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ শুরু, সীমিত সময়,শীঘ্রই আবেদন করুন
আরো পড়ুন : IBPS এ ৬০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ চলছে, শীঘ্রই জেনে নিন আবেদন পদ্ধতি,মাসিক ৩০০০০ টাকা

Havaldar And Nabi Subedar Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। Indian Army এর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে করতে হবে এবং সেই বিজ্ঞপ্তি সাথেই আবেদন পত্র রয়েছে। সেখান থেকে আবেদন পত্রটি একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে।এরপরে আবেদন পত্রটিকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে একটি মুখ বন্ধ খামে ভরে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সরাসরি গিয়ে অথবা স্পিড পোষ্টের মাধ্যমে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ ডকুমেন্টস : ১)আধার কার্ড , ২) ভোটার কার্ড, ৩) বয়সের প্রমাণপত্র, ৪) যোগ্যতার প্রমাণপত্র, ৫) বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি,৬)নিজের সম্প্রতি তোলা রঙিন ছবি , ৬) শারীরিক ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি।

আবেদন মূল্য: ভারতীয় সেনাবাহিনীর সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন জমা দেবার ঠিকানা: Directorate of PT & SportsGeneral Staff BranchIHQ of MoD (Army)Room No 747 ‘A’ Wing, Sena BhawanPO New Delhi -110 011

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি Indian Army এর অফিসিয়াল পোর্টাল www.joinindianarmy.nic.in পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

2 thoughts on “Havaldar And Nabi Subedar Recruitment 2024: মাধ্যমিক পাশে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে Havaldar And Nabi Subedar পদে কর্মী নিয়োগ,শীঘ্রই আবেদন করুন”

Leave a Comment