WB Health Manager and Consultant Recruitment 2024: পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, ন্যাশনাল হেলথ মিশনের অধীনে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীদের কলকাতাতে পোস্টিং করা হবে। সংশ্লিষ্ট পদ গুলিতে যোগ্য প্রার্থীদের বেশ ভালো মানের বেতন দেওয়া হবে।এক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে ।আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা ,বেতন সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
WB Health Manager and Consultant Recruitment 2024 : নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এর পক্ষ থেকে এক্ষেত্রে যেসকল পদে নিয়োগ করা হবে তাহলো- ১) District Manager ২) District Consultant |
আবেদন শুরুর তারিখ : 👉 | আবেদন প্রক্রিয়ায় এখনো অব্দি শুরু হয়নি। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ই এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১১ টা থেকে আবেদন করতে পারবেন। |
আবেদন শেষ তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১ জুলাই ২০২৪ তারিখ মধ্যরাত্রি পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন জানাতে পারবেন। |
✍ আরো পড়ুন : ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ শুরু,জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে অয়েল ইন্ডিয়া কোম্পানিতে নিয়োগ শুরু মাসিক বেতন ৫০০০০,জানুন বিস্তারিত তথ্য
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি। ১) District Manager —- ২ টি ২) District Consultant —- ১ টি |
Salary (বেতন): 👉 | উক্ত পদে যোগ্য চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বেতন দেওয়া হবে। ১) District Manager —– ৪০,০০০/- টাকা প্রতিমাসে ২) District Consultant —— ৩৫,০০০/- টাকা প্রতিমাসে |
WB Health Manager and Consultant Recruitment 2024 : Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
যে সকল আবেদনকারীরা সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
১) District Manager : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS/BDS/BHMS/BAMS/BUMS/B.Sc. Nursing সঙ্গে Hospital Administration বা Health Management এ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন হতে হবে। ২) District Consultant : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিসটিক ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে সঙ্গে বায়োস্টটিস্টিক এ দক্ষতা থাকলে অতিরিক্ত প্রাধান্য পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিশদ জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের প্রধানত ৩ টি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমত, লিখিত পরীক্ষা, দ্বিতীয়তঃ, কম্পিউটার টেস্ট এবং তৃতীয়তঃ ইন্টারভিউ ৩ টি ধাপে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন |
✍ আরো পড়ুন : নূন্যতম অষ্টম ও মাধ্যমিক পাসে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ শুরু, সীমিত সময়,শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাশে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে Havaldar And Nabi Subedar পদে কর্মী নিয়োগ,শীঘ্রই আবেদন করুন
WB Health Manager and Consultant Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
এক্ষেত্রে West Bengal Health Department এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীর নাম, ঠিকানা সহ সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্য নির্ভুল ভাবে সঠিক স্থানে দিয়ে ফর্মটি ফিলাপ করবেন এবং দরকারি নথি পত্র গুলো আপলোড করবেন। তারপর একবার ভালোভাবে যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন ।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবার পর আবেদন পত্রের এক কপি প্রিন্ট আউট বের করে রাখতে হবে পরবর্তী সময়ে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি West Bengal Health Department এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | https://www.wbhealth.gov.in/ |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
3 thoughts on “WB Health Manager and Consultant Recruitment 2024: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে নিয়োগ চলছে, বেতন ৪০০০০, জানুন আবেদন পদ্ধতি”