RRB Paramedical Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাসে ভারতীয় রেলে ১৩৫০ শূন্যপদে প্যারামেডিকেল নিয়োগ,শীঘ্রই আবেদন করুন

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

RRB Paramedical Recruitment 2024: ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে আবারো কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এক্ষেত্রে আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক এক্ষেত্রে আবেদনযোগ্য।কিভাবে আবেদন করবেন? বেতন কত? কিভাবে নিয়োগ করা হবে? শূন্যপদ? সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RRB Paramedical Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉RRB এর পক্ষ থেকে এক্ষেত্রে যে সকল প্যারামেডিকেল পদে নিয়োগ করা হবে তাহলো : ১) Clinical Psychologist
২) Staff Nurse
৩) Lab Superintendent
৪) Radiographer
৫) Physiotherapist
৬) Pharmacist ৭)Cath Lab Technician ৮) Optometrist ৯) Dialysis Technician ইত্যাদি একাধিক পদে
আবেদন শুরুর তারিখ : 👉সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন এখনো অব্দি শুরু হয়নি। সম্ভবত আগষ্ট মাসের প্রথম সপ্তাহে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।
আবেদনের শেষ তারিখ : 👉যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে।
আরো পড়ুন : ভারতীয় অস্ত্র কারখানায় ২০০+ শূন্যপদে নিয়োগ,মাসিক বেতন ২০০০০,জানুন আবেদন পদ্ধতি
আরো পড়ুন : এয়ার ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ শুরু,সরাসরি ইন্টারভিউর মাধ্যমে,শীঘ্রই আবেদন করুন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইনের এর মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৩৫০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বিভিন্ন পোস্ট অনুসারে শূন্যপদের বিন্যাস নিচে দেওয়া হল:
১) Clinical Psychologist- 07
২) Staff Nurse- 678
৩) Lab Superintendent- 27
৪) Radiographer- 64
৫) Physiotherapist- 20
৬) Pharmacist- 246
৭) Cath Lab Technician- 02
৮) Optometrist- 04
৯) Dialysis Technician- 20
১০) অন্যান্য
Salary (বেতন): 👉উল্লেখিত পদ গুলিতে যোগ্য প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বেতন দেওয়া হবে।

RRB Paramedical Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।
বিস্তারিতভাবে আরও জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বিভিন্ন পোস্ট অনুযায়ী ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন । তবে তার মধ্যে উল্লেখ যোগ্যতা গুলি হলো : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে BSC Nursing Degree / 12th with DMLT course / সংশ্লিষ্ট বিভাগে Diploma ডিগ্রী সম্পন্ন হতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই দেখে নেবেন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে RRB এর পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের ৪ টি ধাপ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রথমত, CBT(Computer Based Test) টেস্ট পরীক্ষা নেওয়া হবে
দ্বিতীয়তঃ, ডকুমেন্টস ভেরিফিকেশন
তৃতীয়তঃ, মেডিকেল ফিটনেস টেস্ট
চতুর্থত, যোগ্য প্রার্থীদের ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে।
বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I
আরো পড়ুন : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ
আরো পড়ুন : স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, মাসিক ৬০০০০ টাকা, জানুন বিস্তারিত তথ্য

RRB Paramedical Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।

সর্বপ্রথম RRB এর অফিসিয়াল পেজে গিয়ে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর এপ্লিকেশন ফর্মটি নিজস্ব তথ্য দিয়ে সম্পূর্ণ নির্ভুল ভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে নিতে হবে।এরপর আবেদন মূল্য জমা করে আবেদন পত্রটি পুনরায় একবার দেখে নিয়ে পত্রটি সাবমিট করে দিতে হবে। একবার আবেদন পত্র সাবমিট হবার পর আর কিন্তু আবেদন পত্রের ভুল সংশোধন করা যাবে না।

আবেদন ফী:- RRB র মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ গুলিতে আবেদন করবার জন্য General/OBC শ্রেণীর প্রার্থীদের ৫০০ টাকা আবেদন মূল্য অনলাইনে জমা দিতে হবে। এবং SC/ST/Ex-Servicemen/PWD/ Female/Transgender/Minorities প্রার্থীদের এক্ষেত্রে ২৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি RRB-র অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉https://indianrailways.gov.in/

Leave a Comment