AIIMS Kalyani Recruitment 2024: কল্যানী এইমস- এ বিপুল শূন্যপদে নিয়োগ চলছে, বেতন ১ লক্ষ,জানুন বিস্তারিত

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

AIIMS Kalyani Recruitment 2024: কল্যানী এইমস এর পক্ষ থেকে নতুন করে একাধিক শূন্যপদে নিয়োগের এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ।এক্ষেত্রে এইমস এর পক্ষ থেকে বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু । কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া? শিক্ষাগত যোগ্যতা? বেতন সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AIIMS Kalyani Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉কল্যানী এইমস এর তরফ থেকে এক্ষেত্রে যেসকল পদে নিয়োগ করা হবে , পদগুলি হলো: ১) Professor
২) Additional Professor
৩) Associate Professor
৪) Assistant Professor
আবেদন শুরুর তারিখ : 👉সংশ্লিষ্ট পদে আবেদন ইতিমধ্যে ১০ জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করা শুরু করুন।
আবেদনের শেষ তারিখ : 👉যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে।
আরো পড়ুন : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে সরাসরি নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু,জানুন আবেদন পদ্ধতি
আরো পড়ুন : ভারতীয় অস্ত্র কারখানায় ২০০+ শূন্যপদে নিয়োগ,মাসিক বেতন ২০০০০,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সংশ্লিষ্ট পদ গুলি মিলিয়ে মোট ১০১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
১) Professor —- ২০ টি
২) Additional Professor —– ১৩ টি
৩) Associate Professor —– ১৮ টি
৪) Assistant Professor —- ৫০ টি
Salary (বেতন): 👉কল্যানী এইমস এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীদের বেতনক্রম নিম্নলিখিত —-
১) Professor —– ১,৬৮,৯০০/- টাকা
২) Additional Professor —– ১,৪৮,২০০ /- টাকা
৩) Associate Professor —- ১,৩৮,৯০০ /- টাকা
৪) Assistant Professor —- ১.০১,৫০০/- টাকা
আরো বিশদ বিবরণ জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।

AIIMS Kalyani Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
কল্যানী এইমস এর সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীর সর্বোচ্চ ৫০ এবং ৫৮ বছর বয়সসীমা মধ্যে হতে হবে।
১) Professor ও ২) Additional Professor —– সর্বোচ্চ ৫৮ বছর
৩) Associate Professor ও ৪) Assistant Professor —– সর্বোচ্চ ৫০ বছর
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇
উক্ত পদ গুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই Phd ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে কিছু অতিরিক্ত যোগ্যতার উল্লেখ করা হয়েছে, আবেদনের পূর্বে একবার দেখে নেবেন।
আরো পড়ুন : উচ্চ মাধ্যমিক পাসে বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে বেশ অনেক সংখ্যক শূন্য পদে নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি
আরো পড়ুন : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হাওড়া জেলা পরিষদের কর্মী নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি

AIIMS Kalyani Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।

সর্বপ্রথম Kalyani AIIMS এর অফিসিয়াল পেজে গিয়ে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর এপ্লিকেশন ফর্মটি নিজস্ব তথ্য দিয়ে সম্পূর্ণ নির্ভুল ভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে নিতে হবে।এরপর আবেদন মূল্য জমা করে, আবেদন পত্রটি পুনরায় একবার দেখে নিয়ে পত্রটি সাবমিট করে দিতে হবে। একবার আবেদন পত্র সাবমিট হবার পর আর কিন্তু আবেদন পত্রের ভুল সংশোধন করা যাবে না।

ফাইনাল সাবমিট হবার পর আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট সঙ্গে কিছু প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা 👉

AIIMS Kalyani Recruitment 2024

আবেদন ফী 👉

AIIMS Kalyani Recruitment 2024

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি Kalyani AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

Leave a Comment