Cooperative Bank Recruitment 2024: IBPS ( Institute of Banking Personnel Selection) এর তরফ থেকে কো অপারেটিভ ব্যাংকে ৭৫৩৩ টি শূন্যপদে ক্লার্ক,PO,SO, সহ অন্যান্য একাধিক পদে নিয়োগ করা হবে।আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে। আবেদন প্রক্রিয়া কিছু দিনের মধ্যেই শুরু হবে। কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া? মাসিক বেতন? সহ অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় তথ্য আজকে প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে দেওয়া হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন
একনজরে 👀 :
Cooperative Bank Recruitment 2024 : নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | IBPS এর পক্ষ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেমন : ক্লার্ক , PO, SO, অন্যান্য । |
আবেদন শুরুর তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদে আবেদন প্রক্রিয়া এখন ও পর্যন্ত শুরু হয়নি। সম্প্রতি কিছু দিনের মধ্যেই আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। |
✍ আরো পড়ুন : প্রায় ১৩ হাজারেরও বেশি শূন্যপদে ICDS অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ শুরু
✍ আরো পড়ুন : কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোম্পানি BHEL এ সুপারভাইজার পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অনলাইনে এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদ মিলিয়ে মোট ৭৫৩৩ টি শূন্যপদে ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগ করা হবে। |
Salary (বেতন): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন সম্পর্কে কিছুই প্রকাশিত হয়নি তবে যোগ্য প্রার্থীদের সঠিক পরিমাণ বেতন প্রদান করা হবে। আবেদন করবার আগে বেতন সম্পর্কে যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নেবেন। |
Cooperative Bank Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান Graduates / B.E./B.tech/M.Tech/M.C.A ডিগ্রী থাকা আবশ্যিক। তবে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। বিস্তারিতভাবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন। |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) 👇 |
এক্ষেত্রে IBPS এর পক্ষ থেকে আগ্রহী প্রার্থীদের দুটি ধাপে মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমত, অনলাইন টেস্ট দ্বিতীয়তঃ ইন্টারভিউ দুটি ধাপে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন। |
Cooperative Bank Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)
এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এবং সবশেষে আবেদন পত্র সঠিকভাবে চেক করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন মূল্য: সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে UR/EWS/OBC প্রার্থীদের ৮৫০ /- টাকা এবং SC/ST/ মহিলা আবেদন প্রার্থীদের ১৭৫/- টাকা আবেদন মূল্য দিতে হবে।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | http://www.ibps.in/ |