WBSEDCL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় নিয়োগ শুরু, মাসিক বেতন ১৫৬৫০০, শীঘ্রই আবেদন করুন

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

WBSEDCL Recruitment 2024: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন দপ্তর অর্থাৎ West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সংশ্লিষ্ট পদে বেশ মোটা মানের বেতন দেওয়া হবে। তবে উক্তপদে আবেদন আগ্রহী প্রার্থীদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন।আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকের প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া ,আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBSEDCL Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉WBSEDCL এর বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে ডাইরেক্টর পদে নিয়োগ করা হবে।
আবেদন শুরুর তারিখ : 👉সংশ্লিষ্ট পদে আবেদন ইতিমধ্যে ০৪ জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গেছে । প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন।
আবেদনের শেষ তারিখ : 👉যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আগামী ২৬ শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।
আরো পড়ুন : প্রায় ১৩ হাজারেরও বেশি শূন্যপদে ICDS অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ শুরু
আরো পড়ুন : ইন্ডিয়ান ব্যাংকে প্রায় ১৫০০ টি শূন্য পদে কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু, শীঘ্রই আবেদন করুন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অফলাইনে/ ইমেইল এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Vacancy (পদ সংখ্যা): 👉বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদে মোট ১ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
Salary (বেতন): 👉ডিরেক্টর পদে যোগ্য প্রার্থীদের রাজ্যের বিদ্যুৎ সংস্থার পক্ষ থেকে মাসিক ১,৫৬,৫০০/- টাকা থেকে ২,১০,৮০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে সঙ্গে আরো অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে।

WBSEDCL Recruitment 2024  Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ ৬২ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
WBSEDCL এর ডিরেক্টর পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Electrical Engineering এ ব্যাচেলর ডিগ্রী অর্জন করা থাকতে হবে।
এছাড়াও, যেকোনো গভর্নমেন্ট / PSU/ CPSUs বা সমতুল্য সংস্থার অন্তর্গত পাওয়ার সেক্টরে কমপক্ষে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) 👇
এক্ষেত্রে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন।
আরো পড়ুন : ৫০০০ এর অধিক শূন্যপদে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ,আবেদন শুরু ইতিমধ্যে
আরো পড়ুন : ১৪০০ অধিক শূন্যপদে বনদপ্তরে ফরেস্ট গার্ড নিয়োগ শুরু ইতিমধ্যে

WBSEDCL Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)

আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে অফলাইনে এবং ইমেইল দুটো মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।

অফলাইন মাধ্যম : প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে সঠিক এবং নির্ভুল ভাবে নিজস্ব তথ্য দিয়ে প্রয়োজনীয় স্থানটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়।

আবেদনপত্র পাঠানো ঠিকানা : the Secretary to the Govt of West Bengal, Department of Power, BidyutUnna) a Bhavan, 5th Floor, 3/C, LA- Block, Sector-III, Salt Lake, Kolkata — 700098/

ইমেইল এর মাধ্যমে: নিজস্ব বায়োডাটা সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে সেটিকে একটি পিডিএফ আকারে বানিয়ে পাঠিয়ে দিতে হবে অফিসিয়াল ইমেইল আইডি তে।

ইমেইল আইডি: powersecy@wb.gov.in / addlsecy@wb.gov.in.

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE
আবেদনের লিংক 👉CLICK HERE

14 thoughts on “WBSEDCL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় নিয়োগ শুরু, মাসিক বেতন ১৫৬৫০০, শীঘ্রই আবেদন করুন”

Leave a Comment