Block Programme Coordinator Requirement 2024 : রাজ্যের ব্লক দপ্তরে অর্থাৎ বিডিও অফিসে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Block Programme Coordinator Requirement 2024: আমাদের রাজ্যের ব্লক দপ্তরে অর্থাৎ ভিডিও অফিসে কর্মী নিয়োগের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে বীরভূম জেলার বোলপুর সাব-ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে।যে সকল প্রার্থীরা সরকারি চাকরির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছে তাদের জন্যই সুবর্ণ সুযোগ। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু।কিভাবে আবেদন করবেন? আবেদনের শেষ? মাসিক বেতন? সহ অন্যান্য আরো গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিজের সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Block Programme Coordinator Requirement 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉এক্ষেত্রে যে পদে নিয়োগ করা হবে তা হলো – Block Programme Coordinator
আবেদন শুরুর তারিখ : 👉সংশ্লিষ্ট পদে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে ১৬ ই জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করা শুরু করুন।
আবেদন শেষ তারিখ : 👉আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ ই আগস্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরো পড়ুন : ১২ হাজারের অধিক শূন্যপদে অষ্টম পাসে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ,বেতন ৩৭৬০০, শীঘ্রই আবেদন করুন
আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় নিয়োগ শুরু, মাসিক বেতন ১৫৬৫০০, শীঘ্রই আবেদন করুন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Vacancy (পদ সংখ্যা): 👉বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে মোট ১ টি শূন্য পদ রয়েছে। তবে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন।
Salary (বেতন): 👉যোগ্য প্রার্থীদের মাসিক ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে এবং তার সাথে ১,৮০০/- টাকা মোবিলিটি সাপোর্ট দেওয়া হবে।সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

Block Programme Coordinator Requirement 2024  Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
Block Programme Coordinator পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ০১.০৭.২০২৪ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।
বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
আগ্রহী প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সাইন্স, সোশিয়লজি, সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনোমিক্স অথবা রুরাল ডেভলপমেন্ট বিষয়ে মাস্টার ডিগ্রী সম্পন্ন হতে হবে।
অথবা, স্বাস্থ্য বিষয়ক প্রজেক্টে স্নাতক পাস সঙ্গে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন।
নিয়োগ প্রক্রিয়া (SELECTION PROCESS) : 👇
রাজ্য সরকারের অধীনস্থ গুরুত্বপূর্ণ ব্লক দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট পদে আগ্রহী আবেদনকারীদের ৩ টি ধাপে নির্বাচন করা হবে।
প্রথমতঃ ডকুমেন্টস ভেরিফিকেশন
দ্বিতীয়তঃ লিখিত পরীক্ষা
তৃতীয়তঃ কম্পিউটার স্কিল টেস্ট
বিস্তারিতভাবে জানতে হলে আবেদন করবার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন।
আরো পড়ুন : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হাওড়া জেলা পরিষদের কর্মী নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি
আরো পড়ুন : মাধ্যমিক পাসে ভারতীয় পূর্ব রেল বিভাগে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ চলছে,শীঘ্রই আবেদন করুন

Block Programme Coordinator Requirement 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

অফলাইন মাধ্যম : প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে সঠিক এবং নির্ভুল ভাবে নিজস্ব তথ্য দিয়ে প্রয়োজনীয় স্থানটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়।

আবেদন মূল্য : সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ৫০/- টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা Office of the Sub Divisional Officer, Bolpur, District- Birbhum, Pin- 731204

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি রাজ্য সরকারের অধীনস্থ গুরুত্বপূর্ণ ব্লক দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

Leave a Comment