RBU Hostel Super Recruitment 2024 : পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অন্যতম প্রসিদ্ধ কলেজ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের মাসিক ভালো মানের বেতন দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু। আপনি যদি বিজ্ঞপ্তিতে উল্লেখ শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার অধিকারী হন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ।কিভাবে আবেদন করতে পারবেন? নিয়োগ প্রক্রিয়া ? শূন্যপদ সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
RBU Hostel Super Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | এক্ষেত্রে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে পদে নিয়োগ করা হবে তা হলো – Hostel Superintendent |
আবেদন শুরুর তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে ১৬ ই জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করা শুরু করুন। |
আবেদন শেষ তারিখ : 👉 | আগ্রহী প্রার্থীদের আগামী ৯ ই আগস্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। |
✍ আরো পড়ুন : ১২ হাজারের অধিক শূন্যপদে অষ্টম পাসে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ,বেতন ৩৭৬০০, শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় নিয়োগ শুরু, মাসিক বেতন ১৫৬৫০০, শীঘ্রই আবেদন করুন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে মোট ০৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। * Male -০২ টি * Female – ০২ টি তবে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন। |
Salary (বেতন): 👉 | Hostel Superintendent যোগ্য প্রার্থীদের মাসিক ৩৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে । |
RBU Hostel Super Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
Hostel Superintendent পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
আগ্রহী প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation ডিগ্রী সম্পন্ন হতে হবে। এছাড়া, Ex-Servicemen সঙ্গে নূন্যতম ১৫ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু অতিরিক্ত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন। |
নিয়োগ প্রক্রিয়া (SELECTION PROCESS) : 👇 |
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট পদে আগ্রহী আবেদনকারীদের ২ টি ধাপে নির্বাচন করা হবে। প্রথমতঃ লিখিত পরীক্ষা দ্বিতীয়তঃ ইন্টারভিউ তবে এই নিয়োগ হবে ১ বছরের চুক্তিভিত্তিক। বিস্তারিতভাবে জানতে হলে আবেদন করবার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন। |
✍ আরো পড়ুন : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হাওড়া জেলা পরিষদের কর্মী নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাসে ভারতীয় পূর্ব রেল বিভাগে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ চলছে,শীঘ্রই আবেদন করুন
RBU Hostel Super Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
অফলাইন মাধ্যম : প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে সঠিক এবং নির্ভুল ভাবে নিজস্ব তথ্য দিয়ে প্রয়োজনীয় স্থানটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়।
আবেদন মূল্য : সংশ্লিষ্ট পদে আবেদন করতে SC/ST/ Differently abled প্রার্থীদের ২৫০/- টাকা এবং সাধারণ এবং ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের ৫০০/- টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— The Registrar, Emerald Bower Campus, 56A, B.T. Road, Kolkata – 700 050
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি রাজ্যের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
1 thought on “RBU Hostel Super Recruitment 2024 : রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে মাসিক ৩৫ হাজার টাকা বেতনে হোস্টেল সুপার নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি”