BIS Recruitment Notification 2024 : দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ( BIS), যা কেন্দ্রীয় সরকারের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিভাগ, এর পক্ষ থেকে নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু। খুবই সীমিত শূন্যপদে এই নিয়োগ করা হবে।আগ্রহ প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে? বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
BIS Recruitment Notification 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | BIS পক্ষ থেকে এক্ষেত্রে Young Professionals (YPs) পদে নিয়োগ করা হবে। |
আবেদন শুরুর তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গত ৩০ জুলাই ২০২৪ তারিখ থেকে।আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন। |
আবেদনের শেষ তারিখ : 👉 | যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ১৬ আগষ্ট ২০২৪ মধ্য রাত্রি মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। |
✍ আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ চলছে,সীমিত সময়,শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : প্রায় ৮ হাজার শূন্যপদে ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগ
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে মোট ০১ টি শূন্যপদে নিয়োগ করা হবে। |
Salary (বেতন): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের মাসিক ৭০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এক্ষেত্রে ২ বছরের চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। |
BIS Recruitment Notification 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
বিজ্ঞপ্তি অনুসারে, BIS এর অন্তর্গত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সর্বোচ্চ ৩৫ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম ৬০% নম্বর সহ Engineering, BE/B-Tech, regular degree in Science, MBA বা তার সমতুল্য ডিগ্রী মার্কেটিং – এ/Retail Management, Logistics বা Operations Management ইত্যাদি যেকোনো শাখায় উত্তীর্ণ সারফিকেট থাকা বাধ্যতামূলক। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে আগ্রহী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ওপর নির্ভর করে একটি shortlist বের করা হবে। এরপর shortlisted প্রার্থীদের , * face practical tests * written assessments * technical evaluations * interviews উপরোক্ত পরীক্ষার মাধ্যমে যোগ্য হিসাবে নির্বাচন করা হবে। বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন । |
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাসে SSC- তে ৮ হাজারের অধিক শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ চলছে,শীঘ্রই করুন আবেদন
✍ আরো পড়ুন : সোলার এনার্জি কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ চলছে, বেতন ৭০ হাজার টাকা, শীঘ্রই করুন আবেদন
BIS Recruitment Notification 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)
এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য BIS অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এবং সবশেষে আবেদন পত্র সঠিকভাবে চেক করে আবেদন সম্পন্ন করতে হবে।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি BIS এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |