West Bengal Librarian Recruitment 2024:সরাসরি ইন্টারভিউর মাধ্যমে লাইব্রেরিয়ান পদে নিয়োগ ,বেতন ৫৭৭০০ টাকা

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

West Bengal Librarian Recruitment 2024:যে সকল চাকরি প্রার্থীরা এতদিন ধরে লাইব্রেরিয়ান পদে  চাকরি পাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার অবসান. কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে The West Bengal College Service Commission এর পক্ষ থেকে লাইবেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে.  এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবে. লাইব্রেরিয়ান পদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা ,আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু আজকে প্রতিবেদনে আলোচনা করা হয়েছে তাই আবেদন করার পূর্বে আজকের প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

West Bengal Librarian Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম: লাইব্রেরিয়ান পদে
বিজ্ঞপ্তি নম্বর : 315-Edn(CS)/8R-1/2010
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 12th March, 2024
আবেদনের শেষ তারিখ: 20th April, 2024

আরো পড়ুন: উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা ভারত সরকার অধীনস্থ কৃষি ও কল্যাণ বিভাগে মাল্টি তাস্কিং পদে কর্মী নিয়োগ

আরো পড়ুন: আসাম এপেক্স ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

West Bengal Librarian Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ)

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): অনলাইন
Job Posting ( কর্মস্থল): পশ্চিমবঙ্গের যে কোন প্রান্তে
Vacancy (পদ সংখ্যা): এখনো মোট শূন্যপদের সংখ্যা জানা যায়নি
Salary (বেতন): প্রতিমাসে ৫৭,৭০০ টাকা বেতন দেওয়া হবে।

West Bengal Librarian Recruitment 2024 REQUIRED ELIGIBILITY( প্রয়োজনীয় তথ্য)

Age Limit(বয়স সীমা): ১ লা জানুয়ারি ২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর অথবা তার নিচে.তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST দের পাঁচ বছরের এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বয়স সীমা থেকে তিন বছরে ছাড় দেওয়া হবে.
Nationality (জাতীয়তা): ভারতীয়
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): এক্ষেত্রে আবেদনকারীকে ৫৫ শতাংশ নাম্বার সহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইবেরিয়ান সায়েন্স অথবা Information science degree সম্পন্ন করতে হবে ,এছাড়া উক্ত বিষয়ে UGC NET অথবা SLET/ SET বা সমযোগ্যতা সম্পন্ন কোনোও পরীক্ষায়  পাস থাকা আবশ্যিক.
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): এক্ষেত্রে কোন রূপরূপ লিখিত পরীক্ষা নেওয়া হবে না. সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতার ওপর নির্ভর করে  যোগ্য প্রার্থী বাছাই করা হবে. 
Application Fees (আবেদন মূল্য): সাধারণ শ্রেণির চাকরি প্রার্থীদের জন্য ২০০০ টাকা আবেদন মূল্য এবং তপশিলি জাতি ,উপজাতি / ওবিসি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ১০০০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে. এক্ষেত্রে কোনরূপ আবেদন মূল্য ফেরত দেওয়া হবে না.

West Bengal Librarian Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)

এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল  ওয়েবসাইটের লিংকে ক্লিক করে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর সেখান থেকে লগইন করে আবেদন পত্রটি ভালোভাবে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে  পূরণ করে একবার পুনরায় ভালো করে আবেদন পত্রটি মিলিয়ে নিতে হবে সবকিছু ঠিকঠাক ভাবে পূরণ করা হয়েছে কিনা এরপর আবেদন মূল্য জমা দিয়ে আবেদন পত্রটি সাবমিট করে দিতে হবে .একবার সাবমিট হয়ে যাওয়ার পর আবেদন পত্র পুনরায় আর সংশোধন করা যাবে না এবং আবেদন মূল্য আর ফেরত দেওয়া হবে না.

আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া নোটিফিকেশন লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি  পড়ুন।

অফিসিয়াল নোটিফিকেশন : CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE

Leave a Comment