WB Health Recruitment 2024: রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি আবারো কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বেশ অনেকগুলি শূন্যপদে, মোটা বেতনের মাইনে প্রদান করা হবে।আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে? বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
WB Health Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | National Health Mission (NHM) এর তরফ থেকে এক্ষেত্রে যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল- * ডিস্ট্রিক্ট কনসালটেন্ট * নিউট্রিসনিস্ট * মেডিকেল সোশ্যাল ওয়ার্কার * ডাটা ম্যানেজার অ্যানালিস্ট ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ করা হবে । বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন। |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : 👉 | West Bengal State Health & Family Welfare Samiti এর পক্ষ থেকে গত ১৯ শে জুলাই ২০২৪ তারিখ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। |
আবেদনের শেষ তারিখ : 👉 | যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ২ রা আগস্ট ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং ৬ ই আগস্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদনের ফর্ম জমা করতে হবে। বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন। |
✍ আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ চলছে,সীমিত সময়,শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : প্রায় ৮ হাজার শূন্যপদে ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগ
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইন-এর মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে মোট ৪৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। |
Salary (বেতন): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদ গুলিতে মাসিক ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭২ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। |
WB Health Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
বিজ্ঞপ্তি অনুসারে, NHM এর অন্তর্গত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৭২ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদ গুলিতে উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতক পাশ যোগ্যতা সম্পন্ন আবেদনকারীরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরো কিছু অতিরিক্ত যোগ্যতার উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে আগ্রহী আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন । |
✍ আরো পড়ুন : মাধ্যমিক পাসে SSC- তে ৮ হাজারের অধিক শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ চলছে,শীঘ্রই করুন আবেদন
✍ আরো পড়ুন : মাধ্যমিক ও 12th পাসে ভারতীয় পশুপালন নিগমে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন
WB Health Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি)
এক্ষেত্রে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা একমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য Government of West Bengal,Department of Health and Family Welfare, Krishnanagar এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এবং সবশেষে আবেদন পত্র সঠিকভাবে চেক করে আবেদন সম্পন্ন করতে হবে।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি Government of West Bengal,Department of Health and Family Welfare, Krishnanagar এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |