WB BSK Job Recruitment 2024:কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

WB BSK Job Recruitment 2024: যে সকল চাকরিপ্রার্থীরা অল্প সময়ের মধ্যে ভালো বেতনের চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই খুশির খবর. পশ্চিমবঙ্গের বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ BSK তে কোন লিখিত পরীক্ষা ছাড়াই একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে.পশ্চিমবঙ্গের যেকোনো নাগরিক এক্ষেত্রে আবেদন  করতে পারবেন.বাংলা সাহিত্য কেন্দ্রে আবেদনের ক্ষেত্রে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ,বেতন ,বয়সসীমা ইত্যাদি সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আবেদনের পূর্বে অবশ্যই আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন .

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB BSK Job Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম:এক্ষেত্রে একাধিক পদে নিয়োগ করা হবে . পদগুলি হল 1) জেনারেল ম্যানেজার General Manager ( e- Governance Projects )
2) ডাই জেনারেল ম্যানেজার Dy General Manager ( Business Development )
3)Dy. General Manager (Projects)
4)Deputy Manager (Finance & Corporate Compliances )
5)Executive (Finance & Accounts )
6)Executive (Finance & Accounts) – Taxation & Statutory Compliances
7)Manager (Projects)
8)Executive (Projects)
9)Executive ( Networks )
বিজ্ঞপ্তি নম্বর :  বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি
আবেদন  শুরুর তারিখ: আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 
আবেদনের শেষ তারিখ: ১৫/০৪/২০২৪

আরো পড়ুন: উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা ভারত সরকার অধীনস্থ কৃষি ও কল্যাণ বিভাগে মাল্টি তাস্কিং পদে কর্মী নিয়োগ

আরো পড়ুন: আসাম এপেক্স ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

WB BSK Job Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ)

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): Webel Technology Limited (WTL)
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): ইমেইলের মাধ্যমে 
Job Posting ( কর্মস্থল): Webel Technology Limited
Vacancy (পদ সংখ্যা): সমস্ত পদ মিলিয়ে ১৬ টি শূন্য পদে নিয়োগ করা হবে
Salary (বেতন): সরকারি নিয়ম অনুসারে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন দেওয়া হবে, বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন

WB BSK Job Recruitment 2024 REQUIRED ELIGIBILITY( প্রয়োজনীয় তথ্য)

Age Limit(বয়স সীমা): ১ লা জানুয়ারি ২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছর থেকে ৫৬ বছরের মধ্যে.
Nationality (জাতীয়তা): ভারতীয়
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): এক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/ B.Tech/ MCA বা সমতুল্য ডিগ্রি অর্জন করতে হবে.
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): এক্ষেত্রে কোন রূপরূপ লিখিত পরীক্ষা নেওয়া হবে না. সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতার ওপর নির্ভর করে  যোগ্য প্রার্থী বাছাই করা হবে. 
Application Fees (আবেদন মূল্য): কোনরূপ আবেদন মূল্য নেই. আবেদন জানাতে হবে ইমেইলের মাধ্যমে.

WB BSK Job Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)

আবেদন করতে প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনের লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটিকে a4 পেজে প্রিন্ট আউট করে নিতে হবে এরপরে সেটি সম্পূর্ণভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় সমগ্র ডকুমেন্ট PDF আকারে scan করে সেটিকে নিম্নলিখিত ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে.

 ইমেইল আইডিটি হল career@wtl.co.in

এদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে ইন্টারভিউ এর জন্য সরাসরি ডেকে নেওয়া হবে.

বিশেষ বিজ্ঞপ্তি 👉আজকের প্রতিবেদনটি  www.wtl.co.in/index.php পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদনে পূর্বে সম্পূর্ণ সত্যতা যাচাই করে  তবেই আবেদন করবেন.

অফিসিয়াল নোটিফিকেশন : CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE

2 thoughts on “WB BSK Job Recruitment 2024:কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন”

Leave a Comment