আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে নিয়োগ,এখনই আবেদন করুন-Aadhaar Department Job Recruitment 2024

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Aadhaar Department Job Recruitment 2024 : কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আধার কার্ড দপ্তরে বিভিন্ন বিভাগে অফিসার পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে? বয়স সীমা? কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Aadhaar Department Job Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম 👇
UIDAI এর পক্ষ থেকে এক্ষেত্রে যেসকল পদে কর্মী নিযুক্ত করা হবে, তাহলো –
১) সেকশন অফিসার
২). টেকনিক্যাল অফিসার
৩) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
৪) অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 👇
আবেদন পদ্ধতি ইতিমধ্যে গত ০৭ আগষ্ট ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে।
আবেদনের শেষ তারিখ 👇
যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের ০৭ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ আবেদনকারীরা প্রায় ২ মাস ধরে আবেদন করার সুযোগ পাবেন।
আরো পড়ুন : রাজ্য পুলিশে একাধিক পদে নিয়োগ শুরু, কোন আবেদন মূল্য ছাড়া
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি) 👇
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অফলাইনে -এর মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা) 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট ০৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
* সেকশন অফিসার – ০১ টি
* টেকনিক্যাল অফিসার – ০২ টি
* অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার – ০১ টি
* অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার – ০৩ টি
Salary (বেতন) 👇
বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন পদের জন্য বেতনক্রম ভিন্ন।
* সেকশন অফিসার – ₹ 47,600 – ₹ 1,51,100
* টেকনিক্যাল অফিসার – ₹ 47,600 – ₹ 1,51,100
* অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার – ₹ 35,400 – ₹1,12,400
* অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার – ₹ 35,400 – ₹1,12,400
আরো পড়ুন : কোনরকম অভিজ্ঞতা ছাড়াই স্টেট ব্যাংকে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ শুরু
Aadhaar Department Job Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য)
Age Limit(বয়স সীমা): 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, আগ্রহী প্রার্থীদের নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৬ বছর বয়সের মধ্যে হলে আবেদন যোগ্য।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇
আবেদনকারীকে অবশ্যই UIDAI এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
UIDAI এর সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনে আগ্রহী প্রার্থীদের নিয়োগ কমিটির যথাযথ প্রক্রিয়া অবলম্বন এর মাধ্যমে নির্বাচিত করা হবে।
আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে পৌরসভাতে নিয়োগ শুরু
Aadhaar Department Job Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)

অফলাইন মাধ্যম : প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে সঠিক এবং নির্ভুল ভাবে নিজস্ব তথ্য দিয়ে প্রয়োজনীয় স্থানটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: The Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Data Centre, Technology Centre-Office Complex Plot No. 1, Sector-M2, IMT Manesar, (Gurugram) – 122050

আরো পড়ুন : খাদ্য দপ্তরে একাধিক বিভাগে নতুন কর্মী নিয়োগ শুরু, বেতন ৪০ হাজার
অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE
আরো পড়ুন :

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।পরবর্তী আরও নতুনত্ব আপডেট সবার আগে পেতে আশা করি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।ধন্যবাদ।

10 thoughts on “আধার দপ্তরে বিভিন্ন যোগ্যতায় একাধিক পদে নিয়োগ,এখনই আবেদন করুন-Aadhaar Department Job Recruitment 2024”

Leave a Comment