AI Airport Service Limited Recruitment 2024: মাধ্যমিক,12th পাশে এয়ার ইন্ডিয়া তে Duty Manager, Duty Officer, Handyman সহ একাধিক পদে অসংখ্য কর্মী নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

AI Airport Service Limited Recruitment 2024 : যে সকল চাকরিপ্রার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে একটি ভালো চাকরির জন্য অপেক্ষা করছো তাদের জন্য দারুন খুশির খবর।AI Airport Services Limited(AIASL) এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ পদে আবেদনের জন্য আবেদন কারীদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন। আপনি যদি সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন হন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কতদিন পর্যন্ত আবেদন চলবে? কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া? সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AI Airport Service Limited Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉AIASL এর পক্ষ থেকে এক্ষেত্রে এয়ারপোর্টে যেসকল পদে নিয়োগ করা হবে তাহলো-
* Duty manager
* Duty officer
* Junior officer ( technical)
* Junior officer (customer service)
* Customer service executive
* Junior customer service executive
* Ramp service executive
* Utility agent come ramp driver
* Handy man
*Handy women
আবেদন শুরুর তারিখ : 👉আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।যেসকল আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক শীঘ্রই আবেদন করা শুরু করুন।
আবেদন শেষ তারিখ : 👉সংশ্লিষ্ট পদ গুলিতে আগামী ১৩ই জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
আরো পড়ুন : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ২৭০০ শূন্যপদে এপ্রেন্টিস পদে নিয়োগ,শীঘ্রই আবেদন করুন
আরো পড়ুন : ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ শুরু,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Vacancy (পদ সংখ্যা): 👉অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্য পদের বিবরণ নিম্নে দেওয়া হলো-
* Duty manager- ২ টি
* Duty officer- ১ টি
* Junior officer ( technical)- ১ টি
* Junior officer (customer service)- ১ টি
* Customer service executive- ১ টি
* Junior customer service executive- ২৩ টি
* Ramp service executive- ১৪ ti
* Utility agent come ramp driver- ১৪ টি
* Handy man- ৬২ টি
* Handy women- ৪০ টি
অর্থাৎ সব মিলিয়ে শূন্য পদ রয়েছে মোট ১৪৭ টি।
Salary (বেতন): 👉এক্ষেত্রে প্রার্থীদের বিভিন্ন পদ অনুযায়ী বেতন ক্রমে বিভিন্ন রকমের রয়েছে। সর্বনিম্ন ২৪,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।

AI Airport Service Limited Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে কিছু পদের ক্ষেত্রে বয়সসীমা রয়েছে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বাকি পদগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর অথবা ৫৫ বছর বয়স সীমা পর্যন্ত আবেদন করা যাবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
পদ অনুযায়ী বয়সের সময়সীমা জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন করবার জন্য যোগ্যতা বিভিন্ন রকমের রয়েছে।
*যে কোনো সরকারি অথবা বেসরকারি 
 শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্নাতক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
*ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা কমপ্লিট হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) 👇
এই ক্ষেত্রে দুটি ধাপে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
* প্রথমে পার্সোনাল ও ভার্চুয়্যাল ইন্টারভিউ,
এবং
* তারপর গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন।
আরো পড়ুন : নূন্যতম অষ্টম ও মাধ্যমিক পাসে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ শুরু, সীমিত সময়,শীঘ্রই আবেদন করুন
আরো পড়ুন : IBPS এ ৬০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ চলছে, শীঘ্রই জেনে নিন আবেদন পদ্ধতি,মাসিক ৩০০০০ টাকা

AI Airport Service Limited Recruitment 2024:  Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে।AI Airport Sarvice Limited পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি সাথেই আবেদন পত্র রয়েছে। সেখান থেকে আবেদন পত্রটি একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে।এরপরে আবেদন পত্রটি কে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিলাপ করে তার সাথে সম্প্রতি তোলা রঙিন ছবি, নিজস্ব স্বাক্ষর ও প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সহ আবেদনপত্রটি একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে নিজে গিয়ে অথবা পোস্ট অফিস বা কুরিয়ার করে পাঠাতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস: ১) জন্মের প্রমাণপত্র ২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ৪) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ৫) কাস্ট সার্টিফিকেট ৬) তিন কপি পাসপোর্ট ফটো ৭) এছাড়া আর অন্যান্য।

আবেদন মূল্য: সংশ্লিষ্ট পদে আবেদন করবার জন্য কোনরকম আবেদনমূল্য জমা দিতে হবে না।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: 2nd Floor, GSD Building, Air India Complex, Terminal-2, IGI Airport, New Delhi-110037

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি AI Airport Sarvice Limited এর অফিসিয়াল পোর্টাল www.aiasl.in থেকে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉http://www.aisl.in
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

Leave a Comment