AI Airport Services Limited Recruitment 2024:মাধ্যমিক পাস যোগ্যতা ইন্টারভিউ এর মাধ্যমে এয়ারপোর্টে কর্মী নিয়োগ,আবেদন প্রক্রিয়া শুরু

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

AI Airport Services Limited Recruitment 2024: আমাদের রাজ্যে চাকরির প্রার্থীদের জন্য দারুন খুশির খবর | AI এয়ারপোট সার্ভিসের পক্ষ থেকে  ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত  যোগ্যতায় ভিত্তিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের প্রকাশিত করেছে | এক্ষেত্রে কোনরূপ লিখিত পরীক্ষা নেই ,ইন্টারভিউ এর মাধ্যমে এক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে |  যে সকল চাকরির প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, আবেদনের পূর্বে আজ এ প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন| আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা কোন কোন পদে নিয়োগ করা হবে মাসিক বেতন ইত্যাদি সমস্ত বিষয় আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে | আজকে প্রতিবেদনটি শুরু করা যাক|

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AI Airport Services Limited Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম: এক্ষেত্রে যে সকল পদের নিয়োগ করা হবে ,পদগুলি হলো : 1. হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিওমেন 2. ইউটিলিটি এজেন্ট 3. জুনিয়র অফিসার – টেকনিক্যাল
বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ: ইতিমধ্যে শুরু 
বিজ্ঞপ্তি নম্বর : AIASL/HRD-SR/MAA/23-09/02
আরো পড়ুন : লিখিত পরীক্ষা ছাড়াই বাংলা সহায়তা কেন্দ্রে  একাধিক পদে কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু
আরো পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে লিখিত পরীক্ষা ছাড়াই অ্যাক্সিস ব্যাংকের কর্মী নিয়োগ,এখনই আবেদন করুন

AI Airport Services Limited Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ)

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): AI AIRPORT SERVICES LIMITED
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): অফলাইনে
Vacancy (পদ সংখ্যা):  এক্ষেত্রে মোট ৭৪ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে |
Salary (বেতন): এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য বেতন বিভিন্ন | নিচে প্রতিটি পদের  জন্য মাসিক বেতন বিস্তারিতভাবে দেওয়া হল | বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়ুন।
শূন্য পদের বিভাজন :
AI Airport Services Limited Recruitment 2024

বিভিন্ন পদের মাসিক বেতনের তালিকা :

AI Airport Services Limited Recruitment 2024 

AI Airport Services Limited Recruitment 2024 REQUIRED ELIGIBILITY( প্রয়োজনীয় তথ্য)

Age Limit(বয়স সীমা):এক্ষেত্রে 01.01.2024 অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত।
Nationality (জাতীয়তা):ভারতীয়
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা):এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন, বিস্তারিত নিম্নে উল্লেখ করা হলো |

হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিওমেন : মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া আঞ্চলিক ভাষা এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে হবে।

জুনিয়র অফিসার – টেকনিক্যাল : Mechanical/ Automobile / Production / Electrical / Electrical & Electronics / Electronics and Communication Engineering এ B. Tech করে থাকতে হবে,সঙ্গে হেভি মোটর ভেইকেল লাইসেন্স থাকাআবশ্যিক |

ইউটিলিটি এজেন্ট : মাধ্যমিক পাশ করে থাকতে হবে।সঙ্গে হেভি মোটর ভেইকেল লাইসেন্স থাকাআবশ্যিক |
বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এক্ষেত্রে কোনরূপ লিখিত পরীক্ষা হবে না | নিয়োগ করা হবে মূলত :
1) পার্সোনাল / ওয়াক -ইন ইন্টারভিউ 2) ট্রেড টেস্ট এবং 3) ফিজিক্যাল টেস্ট

বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I
আরো পড়ুন: রাজ্যের জেলা আদালতে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কর্মী নিয়োগ,মাসিক বেতন ১৭ হাজার টাকা

AI Airport Services Limited Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)

 আবেদন করতে হবে  সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে |  প্রতিবেদনে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংক থেকে বিজ্ঞপ্তি ৪ নং পাতাটি ডাউনলোড করে সেটি একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে |এরপর আবেদনপত্রটির সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ  করে ,সাথে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে  নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউতে  যেতে হবে |তবে চাকরিপ্রার্থীদের সাথে 500 টাকা মূল্যের একটি ডিমান্ড ড্রাফটও দিতে হবে|

ইন্টারভিউ এর স্থান : Pune International School
Survey no. 33, Lane Number
14, Tingre Nagar, Pune, Maharashtra -411032

ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ও তারিখ : জুনিয়র অফিসার – টেকনিক্যাল  : পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে 15/04/2024 এবং 16/04/2024 তারিখের, সকাল 09.00 থেকে

হ্যান্ডিম্যান এবং হ্যান্ডিওমেন : পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে 19/04/2024 এবং 20/04/2024 তারিখের, সকাল 09.00 থেকে |

ইউটিলিটি এজেন্ট : পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে 17/04/2024 এবং 1804/2024 তারিখের, সকাল 09.00 থেকে |

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি AI AIRPORT SERVICES LIMITED অফিসিয়াল পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন.

অফিসিয়াল ওয়েবসাইট : CLICK HERE

অফিসিয়াল নোটিফিকেশন: CLICK HERE