AIIMS New Job Vacancy 2024:AIIMS এ একাধিক পদে কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

AIIMS New Job Vacancy 2024: আপনি কি AIIMS এ চাকরি করতে চান? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।
AIIMS (All India Institute of Medical Sciences) এর পক্ষ থেকে সিনিয়র রেসিডেন্ট সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই MBBS পাশ ছাড়াই আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা এ ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক আজকের প্রতিবেদনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ | আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা , মাসিক বেতন, বয়সসীমা সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে |আবেদনের পূর্বে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AIIMS New Job Vacancy 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉 এক্ষেত্রে AIIMS (All India Institute of Medical Sciences )এর পক্ষ থেকে সিনিয়ার রেসিডেন্ট সহ অন্যান্য একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন শুরুর তারিখ : 👉আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ৪ঠা মে ২০২৪ তারিখ থেকে।
আবেদনের শেষ তারিখ: 👉আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯ মে ২০২৪ বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি নম্বর:AIIMS/DEO/ACAD.SEC./SR/64

আরো পড়ুন : মাধ্যমিক পাশে ভারতীয় নৌসেনাতে নিয়োগ ,আবেদন শুরু

AIIMS New Job Vacancy 2024 JOB DETAILS(চাকরির বিবরণ) 👇

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): 👉 সম্প্রতি AIIMS (All India Institute of Medical Sciences) Deoghar এর পক্ষ উক্ত পদ গুলিতে থেকে নিয়োগ করা হবে।
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে অনলাইনে Email এর মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉এক্ষেত্রে AIIMS এর পক্ষ থেকে মোট ৯৯ টি শূন্য পদে নিয়োগ করা হবে।বিভিন্ন বিভাগ অনুযায়ী শূন্য পদের সংখ্যা বিভিন্ন।

তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে।
Salary (বেতন): 👉উক্ত পদে যোগ্য চাকরি প্রার্থীদের পেমেট্রিক্স লেভেল 11 অনুসারে মাসিক ৬৭ হাজার টাকা বেতন দেওয়া হবে, সঙ্গে অন্যান্য অ্যালায়েন্স ও থাকবে।
এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা ও পাওয়া যাবে|

বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন।

AIIMS New Job Vacancy 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
যে সকল আবেদনকারীরা উক্ত পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে,এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে |

বয়স বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ভালো করে দেখুন
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
এক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী (MD/MS/DNB) যোগ্যতা সম্পন্ন হতে হবে।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষার ছাড়াই আবেদনের উপর ভিত্তি করে এবং শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে সঠিক এবং যোগ্য প্রার্থীকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I

আরো পড়ুন : উচ্চমাধ্যমিক পাশে Axis Bank এ কর্মী নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু

আরো পড়ুন : মাধ্যমিক পাশে আবারও রেলের গ্রুপ ডি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

AIIMS New Job Vacancy 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে অনলাইনে Email এর মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম AIIMS Deoghar এর  অফিসিয়াল ওয়েবসাইট www.aiimsdeoghar.edu.in ভিজিট করতে হবে এবং  সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিক নির্ভুলভাবে ফিলাপ করার পর নিজের সমস্ত প্রমাণপত্রের জেরক্স কপি দিয়ে নীচে দেওয়া ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

EMAIL ID : sr.recruitment@aiimsdeoghar.edu.in

আবেদনপত্রের সাথে যে যে ডকুমেন্টস জেরক্স দিতে হবে:

  1. আবেদনকারীর জন্মের প্রমাণপত্র
  2. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট
  3. আধার কার্ড
  4. কাস্ট সার্টিফিকেট

আবেদন মূল্য : অনলাইনে Email এর মাধ্যমে আবেদন করার পর ব্যাংক চালানোর মাধ্যমের দ্বারা আবেদন ফি জমা করতে পারবেন।

সাধারণদের জন্য 3000 টাকা ও  OBC দের জন্য এক্ষেত্রে 1000 টাকা আবেদন ফি জমা করতে হবে এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য কোন রকম আবেদন ফি জমা করতে হবে না।

ব্যাংক একাউন্টে তথ্যাদি: Account No. 41792595056 IFSC Code: SBIN0064014

AIIMS New job vacancy 2024

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি AIIMS Deoghar এর অফিসিয়াল ওয়েবসাইট www.aiimsdeoghar.edu.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

1 thought on “AIIMS New Job Vacancy 2024:AIIMS এ একাধিক পদে কর্মী নিয়োগ, ইতিমধ্যে আবেদন শুরু”

Leave a Comment