আসাম কো-অপারেটিভ এপেক্স ব্যাংক লিমিটেড (Assam Co-Operative Apex Bank Limited ) এর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি ব্যাংকে চাকরি করার জন্য আগ্রহী থাকেন তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য।এই পদ টির জন্য কিভাবে আবেদন করবেন , মোট কতগুলি শূন্য পদ রয়েছে, এবং সর্বনিম্ন বয়স সীমায় বা কত ,আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে । তাই আবেদন করার আগে সমগ্র প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
নিয়োগ কারী সংস্থা(Recruitment): আসাম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ক লিমিটেড (Assam Cooperative Apex Bank Limited)
শূন্য পদ (Vacancy):এক্ষেত্রে মোট ১২০ টি শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে।
একনজরে 👀 :
Assam Co-operative Apex Bank 2024 Eligibility
বয়স সীমা(Age Limit): ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ অনুসারে আবেদনের নূন্যতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৪ বছর।
শিক্ষাগত যোগ্যতা(Education Qualification): আবেদনকারীর অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা জরুরি এবং সঙ্গে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৪৫% নম্বর নিয়ে স্নাতক পাস থাকা আবশ্যিক।
How to apply (আবেদন পদ্ধতি) for Assam Apex Bank 2024 : আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।
প্রথমত, আসাম কোঅপারেটিভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://www.apexbankassam.com/ অথবা https://www.recruitmentapexbankassam.com/apexbank/ যেকোনো একটি লিংকে ক্লিক করুন। সেখানে recruitment পেজে গিয়ে Assam Apex Bank Recruitment 2024 অপশানে ক্লিক করুন।
দ্বিতীয়তঃ আপনি যদি আগে কখনো রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে প্রথমে রেজিস্টার অপশনে গিয়ে আপনার বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশনটি করে নিতে হবে। একবার রেজিস্ট্রেশন হওয়ার পর এবার লগইন অপশনে ক্লিক করে প্রথমে লগইন করে নিন, এবার আপনার সামনে অ্যাপ্লিকেশন পেজটি খুলে যাবে।
তৃতীয়ত, অনলাইন ফর্ম ফিলাপের ক্ষেত্রে সঠিকভাবে নিজের নাম , জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি , সাথে নিজের পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
সর্বশেষে সমগ্র এপ্লিকেশন ফর্মটি একটি প্রিন্ট আউট বের করে রাখবেন পরবর্তীকালে কাজের সুবিধার জন্য।
বেতন(Salary) : এক্ষেত্রে মাসিক বেতন বলা হয়েছে ₹18730- ₹68040 টাকা সাথে গ্রেড পে 4400/-
আরও পড়ুন : 10+2 পাস যোগ্যতায় ভারত সরকার অধীনস্থ কৃষি ও কিষান কল্যাণ (NIPHM )বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ
আবেদন শুরু (Application Start Date ): ২৪ জানুয়ারি ২০২৪
আবেদনের শেষ তারিখ (Application End Date): ১৩ ই ফেব্রুয়ারি ২০২৪
আবেদন মূল্য(Application fee) : ৬৫০/- টাকা
অফিশিয়াল ওয়েবসাইট : Click Here
9 thoughts on “Assam Apex Bank Recruitment 2024:Salary, Eligibility,Apply Online”