Bank of Baroda Human Resources Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ মাধ্যমে ব্যাঙ্ক অফ বরোদায় ৪০০ অধিক শূন্যপদে নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Bank of Baroda Human Resources Recruitment 2024 : চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক “ Bank of Baroda “ তে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যে সকল চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরি করার জন্য ইচ্ছুক তাদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে চলেছে | এক্ষেত্রে ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে | আবেদন পদ্ধতি ,শূন্য পদ ,মাসিক বেতন ,যোগ্যতা ইত্যাদি  সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের  সুবিধার্থে, তাই আবেদনের পূর্বে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন | 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank of Baroda Human Resources Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম:এক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে এক্ষেত্রে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
পদ গুলি হলো : ১) Dy. Vice President
২) Asst. Vice President
৩) Dy. Vice President ৪) Dy. Asst. Vice President
৫) Application Architect ৬) Enterprise Architect
৭) Infrastructure Architect সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ পদ ।
সমস্ত পদের নাম জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।
আবেদন শুরুর তারিখ :ইতিমধ্যে আবেদন পদ্ধতি শুরু হয়ে গিয়েছে গত ১২ জুন ২০২৪ তারিখ থেকে।
আবেদনের শেষ তারিখ:আগামী ১২ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সময় সীমিত, তাই শীঘ্রই আবেদন করুন।
আরো পড়ুন : ভারতীয় অস্ত্র কারখানায় ২০০+ শূন্যপদে নিয়োগ,মাসিক বেতন ২০০০০,জানুন আবেদন পদ্ধতি
আরো পড়ুন : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে সরাসরি নিয়োগ,ইতিমধ্যে আবেদন শুরু,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉ব্যাঙ্ক অফ বড়দার পক্ষ থেকে সংশ্লিষ্ট পদ গুলি মিলিয়ে মোট ৪৫৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শূন্যপদের বিন্যাস সম্পর্কিত বিবরণ জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
Salary (বেতন): 👉এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের BOB এর তরফ থেকে বিভিন্ন পদ অনুযায়ী ভিন্ন বেতনক্রম ধার্য করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট পদ গুলিতে সর্বনিম্ন বার্ষিক ৫ লক্ষ থেকে সর্বোচ্চ ৪২ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বেতন সম্পর্কিত আরো বিশদ বিবরণ জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।

Bank of Baroda Human Resources Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
BOB এর বিভিন্ন পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নূন্যতম ২৩ বছর থেকে সর্বোচ্চ ৫৭ বছর বয়সসীমা মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
তবে কোন পদে বয়সসীমা কত সেটা জানতে বিজ্ঞপ্তিটি দেখে নিন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification ( শিক্ষাগত যোগ্যতা) : 👇
BOB এর অন্তর্গত সংশ্লিষ্ট যেকোনো পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস / কম্পিউটার সায়েন্সে B. Tech/ B.E./ M Tech/ M.E. ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে কিছু অতিরিক্ত যোগ্যতার উল্লেখ করা হয়েছে, আবেদনের পূর্বে একবার দেখে নেবেন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে একটি মেরিট লিস্ট বের করা হবে। মেরিট লিস্টে উত্তীর্ণ প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে। এরমধ্যে দিয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I
আরো পড়ুন : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হাওড়া জেলা পরিষদের কর্মী নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি
আরো পড়ুন : উচ্চ মাধ্যমিক পাসে বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে বেশ অনেক সংখ্যক শূন্য পদে নিয়োগ,জানুন আবেদন পদ্ধতি

Bank of Baroda Human Resources Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।

সর্বপ্রথম BOB এর অফিসিয়াল পেজে গিয়ে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর এপ্লিকেশন ফর্মটি নিজস্ব তথ্য দিয়ে সম্পূর্ণ নির্ভুল ভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে নিতে হবে।এরপর আবেদন মূল্য জমা করে, আবেদন পত্রটি পুনরায় একবার দেখে নিয়ে পত্রটি সাবমিট করে দিতে হবে। একবার আবেদন পত্র সাবমিট হবার পর আর কিন্তু আবেদন পত্রের ভুল সংশোধন করা যাবে না।

আবেদন ফী:- সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করবার জন্য জেনারেল / EWS / OBC শ্রেণীর প্রার্থীদের ৬০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর ( SC, ST, EWS, মহিলা এবং PWD) প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি BOB এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

Leave a Comment