Bank of Baroda New Recruitment 2024 : চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক “ Bank of Baroda “ তে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যে সকল চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরি করার জন্য ইচ্ছুক তাদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে চলেছে | এক্ষেত্রে ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে | আবেদন পদ্ধতি ,শূন্য পদ ,মাসিক বেতন ,যোগ্যতা ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে, তাই আবেদনের পূর্বে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন |
একনজরে 👀 :
Bank of Baroda New Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: | এক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। |
আবেদন শুরুর তারিখ : | ইতিমধ্যে আবেদন পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। |
আবেদনের শেষ তারিখ: | আগামী ১৫ ই মে ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। |
আরো পড়ুন :
✍ মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ
✍ অষ্টম পাস যোগ্যতায় নেভিতে কাজের সুযোগ, আবেদন শুরু
Bank of Baroda New Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ) 👇
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): | Bank Of Baroda পক্ষ থেকে এই নিয়োগ করা হবে। |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান, তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): | এক্ষেত্রে Bank Of Baroda পক্ষ থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে কতগুলি শূন্যপদ আছে তা স্পষ্ট করে কিছু বলা হয়নি। |
Salary (বেতন): | বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার পদে নির্বাচিত যোগ্য প্রার্থীদের মাসিক ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে এবং সঙ্গে অতিরিক্ত ১০,০০০ টাকার অন্যান্য ভাতা রয়েছে | বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখুন। |
Bank of Baroda New Recruitment 2024 REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): | এক্ষেত্রে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে | এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।বয়স বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ভালো করে দেখুন |
Nationality (জাতীয়তা): | এক্ষেত্রে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): | ১. * এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE, Graduation, MBA, MCA, M.Sc ডিগ্রী শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যিক | এক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে | ২. এছাড়াও আবেদনকারীদের কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা জরুরি | * বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): | এক্ষেত্রে আবেদনকারীদের কোনরূপ লিখিত পরীক্ষা দিতে হবে না| সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে| তবে এক্ষেত্রে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক | ৩৬মাসের চুক্তি ভিত্তিতে এক্ষেত্রে নিয়োগ করা হবে | সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশনটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন। |
Bank of Baroda New Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে | প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারেন অথবা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংক থেকে সরাসরি আবেদন পত্রটি ডাউনলোড করে, একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বার করে নিতে হবে |
এবার আবেদন পত্রটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত তথ্য সমূহ সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে হবে |প্রতিটি প্রয়োজনীয় তথ্যের জেরক্স কপির নিচে নিজস্ব সই থাকা প্রয়োজনীয়, না হলে আবেদন পত্র বাতিল হতে পারে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – The Assistant General Manager, Bank of Baroda, Guwahati Region, GS Road, Bhangagarh,1st Floor, Dist- Kamrup (M),Assam, India
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি Bank Of Baroda অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
7 thoughts on “ Bank of Baroda New Recruitment 2024:লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ,মাসিক বেতন ১৫০০০”