লিখিত পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল ব্যাংকে নিয়োগ,বেতন ৪৫০০০ টাকা – Central Bank of India Recruitment 2024 For Advisor

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Central Bank of India Recruitment 2024 For Advisor : রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যা ভারতের অন্যতম একটি প্রাইভেট ব্যাংক। যার পুরো ভারতবর্ষে ৪৪০০ বেশি শাখা রয়েছে। এই সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন বিভাগে অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল আবেদন প্রার্থীরা বহুদিন ধরে ব্যাংকে চাকরি করার সুযোগ খুঁজছিলেন তাদের জন্য আজকের বিজ্ঞপ্তিটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতবর্ষ তথা আমাদের রাজ্যের যেকোনো ছেলে এবং মেয়ে নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন হলে আবেদন করতে সক্ষম। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন নিয়োগ পদ্ধতি সহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকে প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রতিবেদনে নিচে প্রয়োজনীয় লিংক সমূহ সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Central Bank of India Recruitment 2024 For Advisor নিয়োগের বিস্তারিত তথ্য 👇

পদের নাম: 👉 সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিভিন্ন বিভাগে এডভাইজার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে সকল বিভাগে নিয়োগ করা হবে, তা হল: ১) Rural/Semi-Urban ২) Urban ৩) Metro
আবেদন শুরুর তারিখ : 👉১৫ ই মে,২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ।
আবেদনের শেষ তারিখ: 👉উক্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ মে ২০২৪ তারিখ রাত্রি ১১ :৫৯ পর্যন্ত
বিজ্ঞপ্তি নম্বর:Contractual Basis for FY 2024-25

আরো পড়ুন : রেলে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইতি মধ্যে আবেদন শুরু

Central Bank of India Recruitment 2024 For Advisor JOB DETAILS(চাকরির বিবরণ 👇

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই, তাদের এক্ষেত্রে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Vacancy (পদ সংখ্যা): 👉সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা সেভাবে কোন কিছু উল্লেখ করেননি।

তবে শূন্য পদের বিবরণ বিস্তারিত ভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবে।
Salary (বেতন): 👉যেহেতু ৩টি ভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে,তাই প্রতিটি বিভাগে মাসিক বেতন ও ভিন্ন।১)Rural/Semi-Urban- ২৫,০০০টাকা
২) Urban- ৩৫,০০০ টাকা
৩)Metro – ৪৫,০০০ টাকা
বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন।
Application Fees (আবেদন মূল্য): 👉সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনরূপ আবেদন মূল্য দিতে হবে না।

প্রয়োজনীয় তারিখ:

Central Bank of India Recruitment 2024

Central Bank of India Recruitment 2024 For Advisor REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇

Age Limit(বয়স সীমা): 👇
সংশ্লিষ্টপদগুলিতে যারা যারা আবেদন করতে ইচ্ছুক ,এক্ষেত্রে ০১/০৫/২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছরের মধ্যে হতে হবে।
তবে SC/ST রা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
Nationality (জাতীয়তা): 👇
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇
উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য আবেদন কারীদের অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে, তবে আবেদনযোগ্য। আরো কিছু বিশেষ যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়ুন।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇
এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষার ছাড়াই আবেদনের উপর ভিত্তি করে এবং শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে সঠিক এবং যোগ্য প্রার্থীকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I

আরো পড়ুন : মাধ্যমিক পাসে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নির্মাণ কোম্পানিতে নিয়োগ,মাসিক বেতন ২০,০০০/- টাকা।

আরো পড়ুন : পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কে নিয়োগ,আবেদন শুরু

Central Bank of India Recruitment 2024 For Advisor Application Procedure (আবেদন পদ্ধতি) 👇

সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

সর্বপ্রথম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in ভিজিট করতে হবে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারেন। এখন আবেদন পত্রটি একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে নিতে হবে। এবার সম্পূর্ণ আবেদন পত্রটি নিজস্ব সমস্ত বিবরণ সঠিক জায়গায় নির্ভুলভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জেরক্স কপি সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অফিশিয়াল ঠিকানায়।

প্রতিটি জেরক্স কপির নিচে নিজস্ব সই থাকা বাধ্যতামূলক।

আবেদনপত্র পাঠানো ঠিকানা: General Manager,HCM Department,Central Bank of India,17th Floor, Central Office, Chandermukhi, Nariman Point,Mumbai 400021.

বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি Central Bank of India এর  অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী  আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।

অফিসিয়াল ওয়েবসাইট 👉CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন 👉CLICK HERE

3 thoughts on “লিখিত পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল ব্যাংকে নিয়োগ,বেতন ৪৫০০০ টাকা – Central Bank of India Recruitment 2024 For Advisor”

Leave a Comment