Central Government Job Recruitment 2024: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে SSC- র মাধ্যমে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাল্টি টাস্কিং স্টাফ ও হাভালদার পদে কর্মী নিয়োগের একটি বিরাট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল আবেদনকারীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বেতন সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
Central Government Job Recruitment 2024 : নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | SSC র মাধ্যমে এক্ষেত্রে যেসকল পদে নিয়োগ করা হবে তাহলো- * মাল্টি টাস্কিং স্টাফ(MTS) * হাভালদার |
আবেদন শুরুর তারিখ : 👉 | আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে ২৭ শে জুন ২০২৪ তারিখ দিয়ে শুরু হয়ে গিয়েছে।যেসকল আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক শীঘ্রই আবেদন করা শুরু করুন। |
আবেদন শেষ তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন জানাতে পারবেন। |
✍ আরো পড়ুন : রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে নিয়োগ চলছে, বেতন ৪০০০০, জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : বিভিন্ন যোগ্যতায় ৬০০০ বেশি শূন্যপদে টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগ,জানুন বিস্তারিত আবেদন পদ্ধতি
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): 👉 | সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে SSC র মাধ্যমে MTS ও হাভালদার পদে কর্মী নিয়োগ করা হবে। |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান, তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদের বিন্যাস নিম্নে দেওয়া হলো- * MTS পদে -৪৮৮৭ টি * হাভালদার পদে-৩৪৩৯ টি। |
Salary (বেতন): 👉 | উক্ত পদে যোগ্য চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বেতন দেওয়া হবে। এছাড়া অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও পাওয়া যাবে | বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটির শেষে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দিয়ে দেব সেখান থেকে একবার ভালো করে দেখে নিতে পারেন। |
Central Government Job Recruitment 2024 : REQUIRED ELIGIBILITY(প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
বিভিন্ন পদ অনুযায়ী বয়স সীমাও বিভিন্ন। * MTS পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারীর জন্ম ০২.০৮.১৯৯৯ থেকে ০১.০৮.২০০৬ মধ্যে হতে হবে। * হাভালদার পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়স সীমার মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারীর জন্ম ০২.০৮.১৯৯৭ থেকে ০১.০৮.২০০৬ মধ্যে হতে হবে। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
এক্ষেত্রে সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করার জন্য আবেদনকারী কে অবশ্যই যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে। তবে যদি আবেদনকারীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তবে সেই যোগ্যতার প্রমাণপত্র এক্ষেত্রে জমা করতে পারবে | |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
সংশ্লিষ্ট পদ গুলোতে অনলাইন অবজেক্টিভ টাইপ প্রশ্নর উপর পরীক্ষা নেওয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এছাড়া হাভালদার পদে মেডিকেল পরীক্ষাও নেওয়া হবে। আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন |
✍ আরো পড়ুন : নূন্যতম অষ্টম ও মাধ্যমিক পাসে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ শুরু, সীমিত সময়,শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : IBPS এ ৬০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ চলছে, শীঘ্রই জেনে নিন আবেদন পদ্ধতি,মাসিক ৩০০০০ টাকা
Central Government Job Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।
সর্বপ্রথম স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর অনলাইন সাইট www.ssc.gov.in- অফিসিয়াল পেজে গিয়ে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর এপ্লিকেশন ফর্মটি নিজস্ব তথ্য দিয়ে সম্পূর্ণ নির্ভুল ভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে নিতে হবে।এরপর আবেদন মূল্য জমা করে আবেদন পত্রটি পুনরায় একবার দেখে নিয়ে পত্রটি সাবমিট করে দিতে হবে। একবার আবেদন পত্র সাবমিট হবার পর আর কিন্তু আবেদন পত্রের ভুল সংশোধন করা যাবে না।
আবেদন ফী:- কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে SSC-র মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ গুলিতে আবেদন করবার জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য অনলাইনে জমা দিতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ও মহিলাদের এক্ষেত্রে কোনরকম আবেদন মূল্য লাগবে না।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি SSC-র অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.gov.in- পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | https://ssc.gov.in/ |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |