CRPF Head Constable Recruitment 2024 : সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সের পক্ষ থেকে হেড কনস্টেবল পদে নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হবে। যেসকল আগ্রহী প্রার্থীরা দীর্ঘকাল ধরে পুলিশ/ আর্মিতে চাকরির করার স্বপ্ন দেখছেন এবং কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের কাছে সুবর্ণ সুযোগ। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু।কিভাবে আবেদন করবেন? আবেদনের শেষ? মাসিক বেতন? সহ অন্যান্য আরো গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংকসমূহ প্রতিবেদনে নিজের সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
CRPF Head Constable Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সের পক্ষ থেকে এক্ষেত্রে হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। |
আবেদন শুরুর তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে ১৫ জুলাই ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করা শুরু করুন। |
আবেদন শেষ তারিখ : 👉 | আবেদন প্রক্রিয়া চলবে প্রায় ১ মাস ধরে অর্থাৎ আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ আগষ্ট ২০২৪ তারিখ এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। |
✍ আরো পড়ুন : ১২ হাজারের অধিক শূন্যপদে অষ্টম পাসে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ,বেতন ৩৭৬০০, শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় নিয়োগ শুরু, মাসিক বেতন ১৫৬৫০০, শীঘ্রই আবেদন করুন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অফলাইনে মাধ্যমে আবেদন জানাতে পারবেন। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | বিজ্ঞপ্তি অনুযায়ী, CRPF এর তরফ থেকে হেড কনস্টেবল পদে মোট ১৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে। |
Salary (বেতন): 👉 | যোগ্য প্রার্থীদের , সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী মাসিক ২৫,৫০০ /- টাকা থেকে ৮১,১০০ /- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। |
CRPF Head Constable Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
হেড কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নূন্যতম ১৮ বছর থেকে ২৫ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
আগ্রহী প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন। |
নিয়োগ প্রক্রিয়া (SELECTION PROCESS) : 👇 |
CRPF এর পক্ষ থেকে আগ্রহী প্রার্থীদের বিভিন্ন ধাপের মাধ্যমে হেড কনস্টেবল পদে নির্বাচন করা হবে। প্রথমতঃ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) : ১) উচ্চতা : ছেলেদের ১৬৫ সেমি , মেয়েদের ১৫৫ সেমি ২) বুক : ছেলেদের ৭৭ সেমি নর্মাল এবং বুক ফুলিয়ে ৮২ সেমি, মেয়েদের উল্লেখ নেই ৩) ওজন : বয়স ও উচ্চতার ওপর নির্ভর করে মেডিক্যাল স্ট্যান্ডার্ড অনুসারে ওজন হতে হবে। দ্বিতীয়তঃ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) : ছেলেদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিমি দৌড় এবং মেয়েদের ক্ষেত্রে ৪ মিনিট ৪৫ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়। * এছাড়াও Document Verification, Skill Test, Written Test, এবং Detailed Medical Examination (DME) / Review Medical Examination (RME). পরীক্ষা নেওয়া হবে। |
✍ আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্য বীমা সংস্থায় নিয়োগ চলছে, সীমিত সময়,বিস্তারিত জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : জাতীয় সড়ক দপ্তরে একাধিক পদে নিয়োগ চলছে, বেতন ৯০০০০, জানুন আবেদন পদ্ধতি
CRPF Head Constable Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)
অফলাইন মাধ্যম : প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে, সেটিকে একটি A4 পৃষ্ঠায় প্রিন্ট আউট বের করে সঠিক এবং নির্ভুল ভাবে নিজস্ব তথ্য দিয়ে প্রয়োজনীয় স্থানটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে হবে নিম্নলিখিত ঠিকানায়।
আবেদন পাঠানোর ঠিকানা: Directorate General, Central Reserve Police Force, East Block-7, Level-4, Sector-1, R.K. Puram, New Delhi, Pin-110066
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি CRPF এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |