DSSSB Dak Peon Recruitment 2024 : চাকরি প্রার্থীদের জন্য দারুন খুশির খবর I ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ডাক পিয়ন সহ একাধিক বিভাগে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে I সম্প্রতি দিল্লি সাব অডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (DSSSB) এর পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে I যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনের পূর্বে আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন। আজকের প্রতিবেদনে আবেদন পদ্ধতি,বেতন , শূন্য পদ, নিয়োগ পদ্ধতিইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে I
একনজরে 👀 :
DSSSB Dak Peon Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম: পদগুলি হল- Orderly / Peon / Dak Peon |
বিজ্ঞপ্তি নম্বর : (256)/P&P-I/DSSSB/2024/Advt./5303 |
আবেদনের শুরু তারিখ: 20/03/2024 (20th March, 2024) দুপুর ১২:০০ টা থেকে |
আবেদনের শেষ তারিখ: 18/04/2024 (18th April, 2024) রাত্রি ১১ টা পর্যন্ত |
আরো পড়ুন : ভারতীয় পোস্ট অফিসে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
আরো পড়ুন: মাধ্যমিক পাস যোগ্যতায় ৭৩৩ টি শূন্য পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
DSSSB Dak Peon Recruitment 2024 JOB DETAILS(চাকরির বিবরণ)
Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): দিল্লি সাব অডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (DSSSB) |
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): অনলাইনে |
Vacancy (পদ সংখ্যা): এখানে মোট ৯৯ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ হবে বলে খবর মিলছে |
Salary (বেতন): সরকারি নিয়ম অনুসারে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ভালো মানের বেতন (প্রতি মাসে পে লেভেল ৩ অনুসারে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন পাবেন)। সঙ্গে থাকবে একগুচ্ছ সুযোগ সুবিধা,তবে পরবর্তীকালে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বেতন আরো বাড়াতে পারে বলে জানানো হয়েছে I বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন I |
DSSSB Dak Peon Recruitment 2024 REQUIRED ELIGIBILITY( প্রয়োজনীয় তথ্য)
Age Limit(বয়স সীমা): এক্ষেত্রে 01.01.2024 অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর SC, ST এবং OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন I |
Nationality (জাতীয়তা): ভারতীয় |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাস যোগ্যতা অর্জন করা আবশ্যিক I বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখুন I |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে, প্রথমত লিখিত পরীক্ষা এবং দ্বিতীয়তঃ ইন্টারভিউ Iপ্রথমে হবে লিখিত পরীক্ষা ১০০ নম্বরের,দ্বিতীয় ধাপে হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ১৫ নম্বরের। ইন্টারভিউ শেষে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীকে বাছাই করে নেওয়া হবে I আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
Application Fees (আবেদন মূল্য): আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা জমা করতে হবে। তবে মহিলা প্রার্থী, SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রেূ কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। |
আরো পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
DSSSB Dak Peon Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে I দিল্লি সাব অডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (DSSSB) এর অফিসিয়াল ওয়েবসাইটে (dsssonline.nic.in) গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে বৈধ ফোন নাম্বারের মাধ্যমে I পূর্বে যদি রেজিস্ট্রেশন করা থাকে তবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে Iএকবার সম্পূর্ণ লগইন হওয়ার পর আবেদন পত্রটি সেখানে সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি আপলোড করে দিতে হবে I আবেদন পত্রটি ফাইনাল সাবমিট এর আগে সমস্ত তথ্য পুনরায় একবার দেখে নিয়ে আবেদন পত্রটি সাবমিট করে দিন ,এবং আবেদন পত্রের একটি কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে পরবর্তীকালে সুবিধার্থে I
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি dsssonline.nic.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন.
অফিসিয়াল ওয়েবসাইট : CLICK HERE
অফিসিয়াল নোটিফিকেশন: CLICK HERE
5 thoughts on “DSSSB Dak Peon Recruitment 2024:মাধ্যমিক পাস যোগ্যতার ডাক পিয়ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ,মাসিক বেতন ২১,৭০০ টাকা!”