DVC Technical Expert Recruitment 2024: দামোদর ভ্যালি করপোরেশন এর পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ৫৬১০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে আবেদন করতে বিশেষ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন আছে।আবেদন ইতিমধ্যে শুরু । কিভাবে আবেদন করবেন? বেতন কত? কিভাবে নিয়োগ করা হবে? শূন্যপদ? সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
DVC Technical Expert Recruitment 2024: নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | DVC এর পক্ষ থেকে এক্ষেত্রে Technical Expert পদে নিয়োগ করা হবে। |
আবেদন শুরুর তারিখ : 👉 | সংশ্লিষ্ট পদে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গত ০৭ জুলাই ২০২৪ তারিখ থেকে।আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ : 👉 | যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ২৮ জুলাই ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। |
✍ আরো পড়ুন : এয়ার ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ শুরু,সরাসরি ইন্টারভিউর মাধ্যমে,শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : ভারতীয় অস্ত্র কারখানায় ২০০+ শূন্যপদে নিয়োগ,মাসিক বেতন ২০০০০,জানুন আবেদন পদ্ধতি
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে অনলাইনের এর মাধ্যমে আবেদন করতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ০৪ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। *Technical Expert (Geo Informatics) — ০১ টি *Technical Expert (Environment Management) 01 —- ০১ টি * Associate Expert (GIS) —- ০২ টি |
Salary (বেতন): 👉 | উল্লেখিত পদ গুলিতে যোগ্য প্রার্থীদের মাসিক ৫৬১০০-/ টাকা থেকে শুরু করে ১,০০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। * Technical Expert(Geo Informatics) —- ১,০০,০০০/- * Technical Expert (Environment Management) —- ১,০০,০০০/- * Associate Expert (GIS) —- ৫৬,১০০/- টাকা |
DVC Technical Expert Recruitment 2024: Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের সর্বোচ্চ ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে। বিস্তারিতভাবে আরও জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, *Technical Expert (Geo Informatics): যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Computer Science/IT/Electronics কোর্সে এ BE/B.Tech অথবা IT/Computer Science কোর্সে Post Graduate ডিগ্রী সম্পন্ন হতে হবে। * Technical Expert (Environment Management) : UGC/AICTE স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil/Mechanical/Chemical/Environment Engineering কোর্সে Bachelor degree যোগ্যতা সম্পন্ন হতে হবে। * Associate Expert (GIS) : Geography, GIS, Environmental Science, Urban Planning, Geoinformatics কোর্সে Master’s degree যোগ্যতা আবশ্যিক।এছাড়াও প্রতিটি পোস্টে আবেদন করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি তে অতিরিক্ত কিছু যোগ্যতার উল্লেখ করা হয়েছে ,অনুগ্রহ করে আবেদনের পূর্বে বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই দেখে নেবেন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
এক্ষেত্রে DVC এর পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
✍ আরো পড়ুন : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ
✍ আরো পড়ুন : স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ, মাসিক ৬০০০০ টাকা, জানুন বিস্তারিত তথ্য
DVC Technical Expert Recruitment 2024: Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।
সর্বপ্রথম DVC এর অফিসিয়াল পেজে গিয়ে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর এপ্লিকেশন ফর্মটি নিজস্ব তথ্য দিয়ে সম্পূর্ণ নির্ভুল ভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে নিতে হবে।এরপর আবেদন মূল্য জমা করে আবেদন পত্রটি পুনরায় একবার দেখে নিয়ে পত্রটি সাবমিট করে দিতে হবে। একবার আবেদন পত্র সাবমিট হবার পর আর কিন্তু আবেদন পত্রের ভুল সংশোধন করা যাবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :-
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি DVC-র অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | https://www.dvc.gov.in/ |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |