EICS Superintendent Job Recruitment 2024: Elmhirst Institute Of Community Studies (EICS) এর পক্ষ থেকে সম্প্রতি বেকার যুবক যুবতীদের জন্য দারুন খুশির খবর দিলো। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বিপুল সংখ্যক শূন্যপদে Resident Superintendent পদে কর্মী নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনি যদি দীর্ঘদিন ধরে ভালো কোনো সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ।কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া? শূন্যপদ? বেতন সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনে নিচে সংযুক্ত করা হয়েছে তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
EICS Superintendent Job Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | EICS এর পক্ষ থেকে এই ক্ষেত্রে নতুন করে Resident Superintendent পদে কর্মী নিয়োগ করা হবে। |
আবেদন শুরুর তারিখ : 👉 | আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন, সরাসরি ইন্টারভিউ দিন , ইন্টারভিউ স্থানে গিয়ে জমা দিতে হবে। |
✍ আরো পড়ুন : ১২ হাজারের অধিক শূন্যপদে অষ্টম পাসে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ,বেতন ৩৭৬০০, শীঘ্রই আবেদন করুন
✍ আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ সংস্থায় নিয়োগ শুরু, মাসিক বেতন ১৫৬৫০০, শীঘ্রই আবেদন করুন
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তারা অফলাইনে মাধ্যমে আবেদন জানাতে পারবেন। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | বিজ্ঞপ্তি অনুযায়ী, EICS এর তরফ থেকে Resident Superintendent পদে মোট ০১টি শূন্যপদে নিয়োগ করা হবে। |
Salary (বেতন): 👉 | যোগ্য প্রার্থীদের , EICS এর তরফ থেকে মাসিক ২০,০০০/- হাজার টাকা প্রদান করা হবে । এছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে ,পরবর্তীতে কাজের ওপর নির্ভর করে বেতন বাড়িয়ে দেওয়া হবে। |
EICS Superintendent Job Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
হেড কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নূন্যতম ৩৫ বছর থেকে ৫৫ বছর বয়সসীমা মধ্যে হতে হবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় মহিলা প্রার্থী শুধুমাত্র আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
আগ্রহী প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে law / sociology / Social Science / psychology তে মাস্টার ডিগ্রী যোগ্যতা সম্পন্ন হতে হবে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে নূন্যতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন। |
নিয়োগ প্রক্রিয়া (SELECTION PROCESS) : 👇 |
EICS এর পক্ষ থেকে আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। |
✍ আরো পড়ুন : সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্য বীমা সংস্থায় নিয়োগ চলছে, সীমিত সময়,বিস্তারিত জানুন আবেদন পদ্ধতি
✍ আরো পড়ুন : জাতীয় সড়ক দপ্তরে একাধিক পদে নিয়োগ চলছে, বেতন ৯০০০০, জানুন আবেদন পদ্ধতি
EICS Superintendent Job Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি)
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে ,আগ্রহী প্রার্থীদের নিজস্ব বায়োডাটা সঙ্গে রিসেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বয়সের প্রমাণপত্র, একাডেমিক মার্কসিট এক কপি, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট এর জেরক্স ও অরিজিনাল কপি নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিন নির্দিষ্ট ঠিকানায়।
ইন্টারভিউ স্থান ও সময় :To the EICS head office of Andrewspalli, Santiniketan, Birbhum, WB.
আগামী ১৮/০৭/২০২৪ তারিখ সকাল ১০:০০ টার সময় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি EICS এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |