Group D( Sweeper) Recruitment 2024 In District Judge: মাধ্যমিক পাশে রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ,বেতন মাসিক ১৭০০০

জ্ঞান যত শেয়ার করা যায়, ততই তা বাড়ে ☺️ তাই পোস্টটি ভালো লাগলে share করুন ।

Group D( Sweeper) Recruitment : মাধ্যমিক পাস যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্য একটি আনন্দের খবর। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আমাদের রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি জেলা আদালতে গ্রুপ ডি কর্মী (Group D( Sweeper) Recruitment 2024 In District Judge) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে লেভেল ওয়ান পে ম্যাট্রিক্স অনুযায়ী মোটা মাইনের বেতন দেওয়া হবে। তবে আবেদনের পূর্বে নিম্নের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Group D( Sweeper) Recruitment 2024 In District Judge

পদের নাম: Sweeper
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ: আবেদন প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ: ৭ মার্চ ২০২৪

আরো পড়ুন: ভারতীয় ডাক বিভাগের মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আরো পড়ুন: মাধ্যমিক পাস যোগ্যতায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Group D( Sweeper) Recruitment 2024 In District Judge JOB DETAILS (চাকরির বিবরণ)

Recruiter Organisation(নিয়োগকারী সংস্থা): পূর্ব বর্ধমান জেলা আদালত
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): অফলাইন
Job Posting ( কর্মস্থল): পূর্ব বর্ধমান জেলা আদালত
Vacancy (পদ সংখ্যা):
Salary (বেতন): ১৭ হাজার টাকা থেকে ৪৩ হাজার ৬০০ টাকা পর্যন্ত
Group D Sweeper Recruitment 2024 In District Judge 2

Group D( Sweeper) Recruitment 2024 In District Judge REQUIRED ELIGIBILITY (প্রয়োজনীয় তথ্য)

Age Limit(বয়স সীমা): ১ লা জানুয়ারি ২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর।
Nationality (জাতীয়তা): ভারতীয়
Application Fees (আবেদন মূল্য): জেনারেল এবং অন্যান্যদের (SC বাদে)জন্য ১০০ টাকা, SC দের জন্য ২৫ টাকা (শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য, তবে অন্যান্য রাজ্যের SC দের জন্য ১০০ টাকা).
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস, এছাড়া শারীরিক দিক থেকে ফিট এবং বাংলা লিখতেও পড়তে জানতে হবে।
Selection Procedure (নির্বাচন পদ্ধতি): এক্ষেত্রে দুটি ধাপের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হবে। প্রথম পরীক্ষার্থী হবে ৫০ নম্বরের, এর মধ্যে ২৫ টি প্রশ্ন থাকবে ,প্রতিটি প্রশ্নের মান দু নম্বর করে। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়ে নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট, এটিও হবে ৫০ নম্বরের। অবশেষে এই দুটি ধাপেরই পরীক্ষার মোট নাম্বারের উপর ভিত্তি করেই চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।

আরো পড়ুন: এপেক্স কোঅপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Group D( Sweeper) Recruitment 2024 In District Judge APPLICATION PROCEDURE (আবেদন পদ্ধতি)

আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন লিংকে ক্লিক করে সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। এবার সেটি প্রিন্ট আউট করে তাতে নিজের নাম ঠিকানা বয়স শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সমস্ত কিছু তথ্য বিস্তারিতভাবে পূরণ করতে হবে, এবং সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় ড্রপবক্সে গিয়ে জমা করতে হবে আগামী ৭মার্চ ২০২৪ তারিখের মধ্যে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin code 713101

অফিসিয়াল নোটিফিকেশন : CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE

আবেদনপত্র ডাউনলোড লিংক: CLICK HERE

Leave a Comment