HAL Specialist Recruitment 2024: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ( HAL) হলো একটি ভারতীয় পাবলিক সেক্টরের মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা, যা বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম মহাকাশ এবং প্রতিরক্ষা নির্মাতাদের মধ্যে অন্যতম,এর পক্ষ থেকে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে যোগ্যতা অনুসারে বিভিন্ন পদে নিযুক্ত করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ পদে যোগ্য প্রার্থীদের ভালো মানের মাসিক বেতন ও দেওয়া হবে।এক্ষেত্রে যেসকল প্রার্থীরা আগ্রহী তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। আবেদন পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় লিংক সমূহ প্রতিবেদনের নিচে সংযুক্ত করা হয়েছে আবেদনকারীদের সুবিধার্থে।তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
একনজরে 👀 :
HAL Specialist Recruitment 2024 নিয়োগের বিস্তারিত তথ্য 👇
পদের নাম: 👉 | The Hindustan Aeronautics Limited (HAL) এর পক্ষ থেকে এক্ষেত্রে যে যে পদে নিয়োগ করা হবে তাহলো : ১) CMM Engineers ২) Middle Specialists ৩) Junior Specialists |
আবেদন শুরুর তারিখ : 👉 | উক্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া, ইতিমধ্যে ০৭ জুন ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করা শুরু করুন। |
আবেদনের শেষ তারিখ : 👉 | এ ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৭ জুন ২০২৪ তারিখ পর্যন্ত । |
✍ আরো পড়ুন : জাতীয় তদন্তকারী সংস্থাতে চাকরি, মোটা বেতনের মাইনে,আবেদন শুরু
✍ আরো পড়ুন : কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোম্পানিতে স্কুল পাসে নিয়োগ,আবেদন শুরু
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি): 👉 | যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাও তাদের এক্ষেত্রে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। |
Vacancy (পদ সংখ্যা): 👉 | এক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত বিভাগ মিলিয়ে মোট ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিভাগ অনুযায়ী শূন্যপদের বিন্যাস নিচে দেওয়া হলো : ১) CMM Engineers – ৪ ২) Middle Specialists – ৮ ৩) Junior Specialists – ৮ |
Salary (বেতন): 👉 | HAL এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদের জন্য মাসিক বেতন ভিন্ন। মাসিক বেতনের বিন্যাস নিচে দেওয়া হলো: ১) CMM Engineers ₹40,000 – ₹1,40,000 ২) Middle Specialists ₹50,000 – ₹1,60,000 ৩) Junior Specialists ₹30,000 – ₹1,20,000 |
HAL Specialist Recruitment 2024 Required Eligibility (প্রয়োজনীয় তথ্য) 👇
Age Limit(বয়স সীমা): 👇 |
সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন করতে আবেদনকারীদের ভিন্ন ভিন্ন বয়সসীমা প্রয়োজন। ১) CMM Engineers পদে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। ২) Middle Specialists – সর্বোচ্চ ৪০ বছর ৩) Junior Specialists – সর্বোচ্চ ৩২ বছর বয়সসীমা এর মধ্যে হতে হবে। প্রতিটি বয়সসীমা হিসাব করা হবে ৩১ মে ২০২৪ তারিখ অনুসারে। বিস্তারিতভাবে জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। |
Nationality (জাতীয়তা): 👇 |
এক্ষেত্রে যেকোনো ভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন | |
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা): 👇 |
এক্ষেত্রে ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন । ১) CMM Engineers — B.E./B.Tech ২) Middle Specialists — B.E./B.Tech/M.E./M.Tech ৩) Junior Specialists — B.E./B.Tech এ বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়ুন। |
Selection Procedure (নির্বাচন পদ্ধতি):👇 |
HAL এর পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমত,অনলাইন টেস্ট পরীক্ষা এবং দ্বিতীয়তঃ ইন্টারভিউ। দুটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর ওপর ভিত্তি করে যোগ্য চাকরিপ্রার্থীকে নির্বাচন করা হবে। যদি দুই বা তার বেশি প্রার্থীর প্রাপ্ত নম্বর সমান হয় সেক্ষেত্রে যেই প্রার্থীর বয়সসীমা বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে আগামী ২৩ জুন ২০২৪ তারিখে। বিস্তারিত আরো জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়বেন I |
✍ আরো পড়ুন : কেন্দ্রীয় সরকারের সার বিভাগে নিয়োগ,মাসিক বেতন ৪৫০০০/- টাকা
✍ আরো পড়ুন : রেলের হাসপাতালে পার্ট টাইম কাজের সুযোগ,বেতন ৩৬৯০০ টাকা
HAL Specialist Recruitment 2024 Application Procedure (আবেদন পদ্ধতি) 👇
সর্বপ্রথম এক্ষেত্রে HAL এর আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা প্রতিবেদনে নিচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে বৈধই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করে নিতে হবে।
এরপর বৈধ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটিতে নিজস্ব সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। এরপর পুনরায় একবার সমস্ত তথ্য সঠিক হয় পূরণ করা হয়েছে কিনা দেখে নিয়ে আবেদন মূল্য অনলাইনে জমা করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।
তবে একবার আবেদন পত্র সাবমিট করার পর পুনরায় আবেদনপত্রে দেওয়া তথ্য সংশোধন করা যাবে না অথবা আবেদন মূল্য ফেরত পাওয়া যাবে না।
বিশেষ বিজ্ঞপ্তি 👉 আজকে প্রতিবেদনটি HAL এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে, তাই আবেদন করবার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সত্যতা যাচাই করে তবেই আবেদন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইট 👉 | CLICK HERE |
অফিসিয়াল নোটিফিকেশন 👉 | CLICK HERE |
অনলাইন আবেদনের লিংক 👉 | CLICK HERE |
15 thoughts on “HAL Specialist Recruitment 2024: ভারতীয় প্রতিরক্ষা সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ,মাসিক বেতন ১২০০০০ টাকা”